শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩১ জুলাই পর্যন্ত

ডেস্ক রিপোর্ট: সারাদেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসাগুলোর চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, সারাদেশে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শক্রমে চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

দেশে করোনাভাইরাস পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। রবিবার দৈনিক সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডের পরদিন সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার থেকে সারাদেশে গণপরিবহন বন্ধসহ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। আর ১ জুলাই থেকে ‘সর্বাত্মক লকডাউন’ চলবে বলে ইতোমধ্যে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *