মগবাজারে মৃতের সংখ্যা বেড়ে ৯ জন


ডেস্ক রিপোর্ট: রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ইমরান হোসেন (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।

আজ বুধরার (৩০জুন) সকাল ৬টা ৪০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল।

ইমরান হোসেন (২৫) বেঙ্গল মিটে চাকরি করতেন। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

তিনি টাঙ্গাইল সদর উপজেলার লাউকাঠি গ্রামের আব্দুল মজিব ভুঁইয়ার ছেলে।

তার স্ত্রীর নাম তামান্না। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।মা লিজা আক্তার সেফালী। মগবাজার এলাকায় থাকতেন।

ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *