ফের লঘুচাপ, উত্তাল বঙ্গোপসাগর

লঘুচাপের কারণে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোসাগর ফের উত্তাল হয়ে উঠছে। সাগরের বড় বড় ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। মঙ্গলবার রাত থেকে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। উপকূলীয় এলাকায় যে কোন সময় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টির শঙ্কা করেছে আবহাওয়া অফিস। তবে উত্তাল ঢেউয়ের সাথে যুদ্ধ করে গভীর সমুদ্রে মাছ শিকারে ব্যস্ত রয়েছে জেলেরা।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে বঙ্গোসাগর বেশ উত্তাল হয়ে উঠছে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৩২.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবাহাওয়া অফিস। এদিকে ফের অতি বৃষ্টি দেখা দিলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বেন কৃষকরা এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।

 

মৎস্য বন্দর আলীপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বলেন, বর্তমানে সাগর উত্তাল হয়ে উঠেছে। এর ফলে অনেক জেলেরা মাছ শিকার বন্ধ করে ঘাটে আসতে শুরু করেছে। তবে এখনও বেশ কিছু ট্রলার গভীর সমুদ্রে রয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *