দুদিন ধরে বরিশাল নগরের আবর্জনা অপসারণ বন্ধ, ভোগান্তি

বরিশাল সিটি করপোরেশনের পরিছন্নতাকর্মীরা শহরের বিভিন্ন অংশে থাকা ময়লা দুদিন ধরে অপসারণ না করায় দুর্গন্ধ ছড়াচ্ছে। শুক্রবার বরিশাল নগরের গির্জা মহল্লায়
শুক্রবার বিকেলে নগরের কাঠপট্টি, বটতলা, নবগ্রাম রোড, বিএম কলেজের সামনের এলাকা, সিঅ্যান্ডবি রোডসহ বিভিন্ন এলাকা ঘুরে সড়কের পাশে বর্জ্যের স্তূপ দেখা যায়। সিঅ্যান্ডবি রোডটি ঢাকা-বরিশাল মহাসড়কের অংশ। এই মহাসড়কের দুই পাশে এমনকি সড়কের মাঝখানে আবর্জনার স্তূপ থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এই মহাসড়কের কাশিপুর থেকে আমতলা মোড় পর্যন্ত বেশ কয়েকটি স্থানে বর্জ্যের স্তূপ দেখা যায়। বৃষ্টির পানিতে এসব বর্জ্যমিশ্রিত পানি ছড়িয়ে পড়ছে রাস্তাঘাটে।
নগরীর নথুল্লাবাদ এলাকার বাসিন্দারা জানান, দুই দিন ধরে রাস্তায় রাস্তায় ময়লা–আবর্জনা পড়ে আছে। আগে রাতের মধ্যেই সব পরিষ্কার করে নিতেন পরিচ্ছন্নতাকর্মীরা। ইউএনওর সঙ্গে ঝামেলার পর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণ করছেন না। ফলে পরিবেশ বিষিয়ে উঠছে।