বৈঠক সূত্রে জানা যায়, বিষয়টি যাতে আর সামনে না বাড়ে, সে বিষয়ে সবাই সম্মত হয়েছেন। বরিশাল শহরের রাজাবাহাদুর সড়কে বিভাগীয় কমিশনারের সরকারি বাসভবনে এই বৈঠকে বিভাগীয় কমিশনার ছাড়াও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল নগর পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান, র্যাব-৮-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জামিল হাসান, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসাইন উপস্থিত ছিলেন। তবে বৈঠকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমান উপস্থিত ছিলেন না।
বৈঠকে অংশ নেওয়া একটি সূত্র প্রথম আলোকে বলে, ওই রাতের ঘটনা ‘ভুল–বোঝাবুঝি’ থেকে হয়েছে বলে আলোচনা হয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে সবাই একমত হন। একই সঙ্গে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখতে সবাই সহযোগিতা করবেন বলে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিভাগীয় কমিশনারের বাড়ির সামনে প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের নেতারা ছবি তোলেন।