বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ১৫২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪

উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এখন পর্যন্ত উপসর্গ নিয়ে এই হাসপাতালে ৯৩৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ৪৭, পটুয়াখালীতে ২২, ভোলায় ৫৮, পিরোজপুরে ৬, বরগুনায় ১২ ও ঝালকাঠিতে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৪৩ হাজার ১০৩। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৬১৪ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ১৫ দিন ধরেই বিভাগে সংক্রমণের হার কম। তবে তা নিয়ন্ত্রণে আসেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, সংক্রমণের হার টানা দুই সপ্তাহ ৫ শতাংশের মধ্যে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে ধরা হয়। করোনার সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *