বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে ৪০৮ জনের নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৩৮ শতাংশ। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ভোলা জেলায় ৩২, বরিশালে ২৪, পটুয়াখালীতে ১৬, পিরোজপুরে ২ ও ঝালকাঠিতে ১ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪৩ হাজার ৪৫৩। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৮৯১ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, শুক্রবার ছুটির দিন থাকায় নমুনা সংগ্রহ কম হয়েছে। তবে শনাক্তের হার আগের দিনের চেয়ে বেশি। তবে তা ২০ শতাংশের নিচেই আছে। বিভাগে ২০ দিন ধরে সংক্রমণের হার অনেক কমেছে। তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি। পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।
Please follow and like us: