বরিশাল বিভাগে দুদিন পর আবার করোনায় মৃত্যু ২

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৪৪৫ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১২ দশমিক শূন্য ৫৬। এদিকে গতকাল মঙ্গলবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়। এ পর্যন্ত এই হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ৯৪৪ জনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, দুই সপ্তাহ ধরে বিভাগে করোনা শনাক্ত ২০ শতাংশের নিচে আছে। তবে তা ওঠানামা করছে। পরিস্থিতির উন্নতি ধরে রাখতে হলে টিকা নেওয়ার ব্যাপারে মানুষের আগ্রহ বাড়ানো ও স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।
Please follow and like us: