মিছিল-স্লোগানে মুখরিত বরিশালের বঙ্গবন্ধু উদ্যান

এইচ এম সোহেল: বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে মিছিল-শ্লোগানে মুখর বঙ্গবন্ধু উদ্যান। এর আগে থেকে যারা মাঠে অবস্থান করছিলেন এবং আজ যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন, তারা খণ্ড খণ্ড মিছিল করে মাতিয়ে রাখছেন নেতাকর্মীদের। মিছিলে মিছিলে সমাবেশস্থলে আসছেন বিভিন্ন এলাকার নেতাকর্মী।

শনিবার ভোরের আলো ফুটতেই মিছিল-শ্লোগানে মুখরিত বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান। দুই দিন ধরে মাঠে অবস্থান নিয়ে ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের চাঙ্গা করতে খণ্ড খণ্ড মিছিল করছে বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সকাল ৭টার পর থেকেই একের পর এক মিছিল আসছে বঙ্গবন্ধু উদ্যানে। মাঠের বাইরে অবস্থানকারী নেতাকর্মীরাও দলে দলে মিছিল নিয়ে আসছেন সমাবেশস্থলে। মিছিল থেকে সরকারবিরোধী নানা শ্লোগান দেন তারা।
আজকের গণসমাবেশ থেকে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, ইভিএম বাতিল ও বেগম জিয়ার মুক্তিসহ সরকার পতনের এক দফা কর্মসূচি প্রত্যাশা করেন তৃণমূল নেতাকর্মীরা।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের এক সপ্তাহ বা ১০ দিন আগে অবস্থান নিয়ে সরকারবিরোধী আন্দোলন জোরদার করার কথা বলেন তারা। বরিশালের সমাবেশে আসতে পথে পথে বাধা-হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

Please follow and like us:

এইচ এম সোহেল॥ আবারো বরিশাল-বানারীপাড়া সড়কে পাথরবোঝাই ট্রাকের ভারে ভেঙ্গে পড়েছে মাধবপাশার বেইলি ব্রিজ। পাথর বোঝাই ট্রাকটি ব্রিজ পারাপররের সময় ব্রিজের মাঝামাঝি আসার পরে ব্রিজটি ভেঙ্গে ট্রাকটি খালের ভিতরে পড়ে যায়। এতে ভোগান্তিতে পরে দুই পারের হাজারো গাড়ি এবং যাত্রী। ঘটনাটি ঘটে বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৭ টার দিকে। বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন বরিশাল-বানারীপাড়া সড়কে এই বেইল ব্রিজটি খালে ভেঙ্গে পড়ে। পাথরবোঝাই একটি ট্রাকটি পিরোজপুর থেকে বানারীপাড়া আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে। এর আগে ২০২০ সালেও পাথরবোঝাই ট্রাকের ভারে ভেঙ্গে পড়েছিলো বেইলি ব্রিজটি। সড়ক ও জনপথ বিভাগ ইউনিয়ন পরিষদসংলগ্ন খালের ওপর ঝুঁকিপূর্ণ ব্রিজের সংস্কারের কাজ শুরু করেছিলো। ওই সময় সড়কের পাশে বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানার এ এস আই সুমন দেশ জনপদকে জানান, আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে আশি। বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় বরিশালের সঙ্গে নেসারাবাদ ও বানারীপাড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে । এতে স্থানীয় জনসাধারণ ও যাত্রীদের চরম দুর্ভোগ সৃস্টি হয়েছ। ট্রাক উদ্ধার করার চেষ্টা চলছে। মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, এই ব্রিজটি বছর দেড়েক আগে আরও একবার ভেঙ্গে পড়েছিল। দুর্ঘটনায় স্থানীয়রা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত ব্রিজটি সচল করার দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *