যে কারণে হারল আর্জেন্টিনা

বিশ্বকাপের ড্র হওয়ার পর থেকেই-সৌদি আরবকে উড়িয়ে দেবে আর্জেন্টিনা-এমন স্বপ্ন দেখে আসছিলেন দলটির সমর্থকেরা। কিন্তু হলো এর উল্টোটা। সৌদি আরবের কাছে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটেই ১-০ গোলে এগিয়ে যাওয়ার পরও মেসি, দি মারিয়া, লাওতারো মার্তিনেজদের মতো তারকাসমৃদ্ধ আর্জেন্টিনা কেন হেরে গেল!দ্বিতীয়ার্ধের শুরুতে ৫ মিনিটের ঝড়ে কেন এলোমেলো হয়ে গেল আর্জেন্টিনা। ফুটবল বিশ্বে এখন এমন অনেক আলোচনাই চলছে।
২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার বিডিং প্রক্রিয়া শুরু হবে চলতি বছরের জুন থেকে আর আগামী বছর ৭৪তম ফিফা কংগ্রেসে বিজয়ী বেছে নেওয়া হবে। স্পেন, পর্তুগাল ও ইউক্রেন যৌথভাবে এই বিশ্বকাপের আয়োজক হওয়ার ইচ্ছার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তাদের আরও দুটি প্রতিদ্বন্দ্বী আছে, যাঁরা এখনো আনুষ্ঠানিকভাবে এই বিশ্বকাপের আয়োজক হওয়ার ইচ্ছার কথা জানায়নি। এর মধ্যে একটি দক্ষিণ আমেরিকান জোট—আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলি। অন্যটিও জোট—সৌদি আরব, মিসর ও গ্রিস। এ দুটি জোটও ২০৩০ বিশ্বকাপের আয়োজক দেশ হতে চায়।
২০২৬ বিশ্বকাপ থেকে যেহেতু অংশ নেওয়া দলের সংখ্যা ৪৮টি হবে, তাই ম্যাচসংখ্যাও বাড়বে, এ জন্যই যৌথভাবে দেশগুলো বিশ্বকাপের আয়োজক হতে চায়। দক্ষিণ আমেরিকার তিনটি দেশ যে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় তা ২০১৭ সালে প্রথম প্রকাশ হয়। আর্জেন্টিনা ও উরুগুয়ের
২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় তা ২০১৭ সালে প্রথম প্রকাশ হয়। আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যকার ম্যাচে লুইস সুয়ারেজ পরেছিলেন ২০ নম্বর জার্সি, আর ৩০ নম্বর জার্সি পরেন লিওনেল মেসি। জার্সিতে এই নম্বরের লক্ষ্য ছিল ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার দাবিকে আরও সামনে এগিয়ে নেওয়া।
দক্ষিণ আমেরিকার তিনটি দেশের এই আয়োজক হওয়ার প্রচেষ্টার সহ-সমন্বয়ক ফার্নান্দো মারিন পরের বছর সংবাদ সংস্থা এএফপিকে বলেছিলেন, ‘মেসি ও সুয়ারেজ আমাদের এই প্রচেষ্টায় যোগ দেবেন। আমরা তাকে (মেসি) নিজেদের লক্ষ্যের কথা বলেছি এবং কাজটা করা সম্ভব বলেই মনে করে। সে আমাদের সাহায্য করতে চায়।’ কিন্তু এই মে মাসে ঘটনা অন্যদিকে মোড় নেয়। সৌদি আরবকে বিশ্বের সামনে আরও ভালোভাবে তুলে ধরতে দেশটির সঙ্গে আকর্ষণীয় চুক্তি করেন মেসি। সৌদির পর্যটনকে বিশ্বের সামনে তুলে ধরাই ছিল এই চুক্তির বিষয়বস্তু।