চরম নিরাপত্তাহীনতায় উখিয়ার থাইনখালীর স্থানীয় সাত শতাধিক পরিবার

  বিশেষ প্রতিনিধি    29-10-2022    437
চরম নিরাপত্তাহীনতায় উখিয়ার থাইনখালীর স্থানীয় সাত শতাধিক পরিবার

রোহিঙ্গা ক্যাম্প সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠায় চরম নিরাপত্তাহীনতায় উখিয়ার থাইনখালীর স্থানীয় সাত শতাধিক পরিবার। এমনিতে রোহিঙ্গাদের কারণে মানবেতর জীবন কাটছে তাদের। তার ওপর ভয় ও আতঙ্কে ছেলে-মেয়েদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন অনেকে। মাদকের কারবার ও আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে-বাইরে গড়ে উঠেছে অর্ধশতাধিক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। প্রায়ই তুচ্ছ ঘটনায় ঘটছে গোলাগুলি ও খুনাখুনির ঘটনা।

২০১৭ সাল থেকে এ পর্যন্ত রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে ১৮ মাঝিসহ খুনের সংখ্যা শতাধিক। উখিয়ার থাইনখালীর ঘোনার পাড়া ক্যাম্পের পাশেই স্থানীয়দের ৭ শতাধিক বসতি।

ভুক্তভোগিদের অভিযোগ, রোহিঙ্গাদের সাথে মিলে স্থানীয় কিছু সন্ত্রাসী আরো বেপরোয়া হয়ে উঠেছে।

মামলা হলে সন্ত্রাসীরা সাক্ষীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ গ্রামবাসীর। জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিকার চেয়েও মেলেনি। প্রতিবাদে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন তারা।

রোহিঙ্গাদের চলাচল আরও নিয়ন্ত্রণে নিতে চায় আইন-শৃঙ্খলা বাহিনী। এলাকায় স্বস্তি ফেরাতে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি উখিয়ার থাইনখালীর ঘোনারপাড়াবাসীর।

সারাদেশ-এর আরও খবর