রাশিয়াকে ড্রোন দেওয়ার কথা স্বীকার করলো ইরান

  বিশেষ প্রতিনিধি    06-11-2022    178
রাশিয়াকে ড্রোন দেওয়ার কথা স্বীকার করলো ইরান

প্রথমবারের মতো রাশিয়ার কাছে ড্রোন বিক্রির কথা স্বীকার করলো ইরান। তবে দেশটি জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাস আগে এসব ড্রোন পাঠানো হয়েছিল। শনিবার তেহরানে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দোল্লাহিয়ান।

এর আগে ইরান রাশিয়ায় ড্রোন পাঠানোর বিষয়টি অস্বীকার করেছিল। ইরানি এই ড্রোনগুলো হামলার লক্ষ্যবস্তু শনাক্তের পরপর দ্রুত হামলা চালাতে সক্ষম। গত মাসে ইরানকে এসব ড্রোন রাশিয়ার কাছে বিক্রি না করার অনুরোধ জানিয়েছিল।

আমিরাব্দোল্লাহিয়ান বলেছেন, ‘কিছু পশ্চিমা দেশ ইরানকে রাশিয়ার কাছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেনের যুদ্ধে সহায়তা করার অভিযোগ করেছে। ক্ষেপণাস্ত্র সংক্রান্ত অংশটি সম্পূর্ণ ভুল। ড্রোন সম্পর্কিত অংশটি সঠিক। আমরা ইউক্রেনে যুদ্ধ শুরুর কয়েক মাস আগে রাশিয়াকে সীমিত সংখ্যক ড্রোন সরবরাহ করেছিলাম।’

পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা দাবি করেছেন, রাশিয়াকে আরও ড্রোন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। রাশিয়াকে যেসব অস্ত্র দেওয়া হবে তারমধ্যে ভূমি থেকে নিক্ষেপযোগ্য এবং ভূমিতে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব অস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করবে রাশিয়া। ইরান সর্বশেষ যে চালানটি রাশিয়ার কাছে পাঠিয়েছে তারমধ্যে ৪৫০টি ড্রোন ছিল।

আন্তর্জাতিক-এর আরও খবর