জিয়াকে বিশ্বাস করে কর্নেল তাহের ভুল করেছিলেন: ইনু

  বিশেষ প্রতিনিধি    10-11-2022    162
জিয়াকে বিশ্বাস করে কর্নেল তাহের ভুল করেছিলেন: ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বঙ্গবন্ধু যেমন খন্দকার মুশতাককে বিশ্বাস করে ভুল করেছিলেন, কর্নেল তাহেরও জিয়াকে বিশ্বাস করে ভুল করেছিলেন’।

সোমবার (৭ নভেম্বর) শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ নেতা শহীদ কর্নেল তাহের বীর উত্তমের প্রতিকৃতিতে মাল্যদান এবং আলোচনা সভায় ইনু এসব কথা বলেন।

সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়ার বিশ্বাসঘাতকতায় সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলেও হত্যা-খুন-ষড়যন্ত্র-ক্যু-সংবিধান লঙ্ঘন-অবৈধ ক্ষমতা দখল-সামরিক শাসনের বিরুদ্ধে সিপাহীদের বিদ্রোহ বিশ্বের রাজনীতির ইতিহাসে এক অনন্য মহান ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে আছে’।

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে সিপাহী বিদ্রোহের ঘটনা মানেই রক্তপাত ও নির্মমতার ঘটনা। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনা কতটা নির্মম ছিল তা সবাই জানেন। ৭ নভেম্বর সিপাহী বিদ্রোহে সিপাহীরা আকাশের দিকে লক্ষ লক্ষ রাউন্ড গুলি ছুড়েছে। তাদের হাতে অস্ত্র-গোলা-বারুদ সবই ছিল। কিন্তু দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অফিসার বা সিপাহী বা মুক্তিযোদ্ধা বা সাধারণ মানুষ হত্যার ঘটনা, রক্তপাতের ঘটনা ঘটেনি।’

জাতীয়-এর আরও খবর