বিউটি পার্লার স্ট্রোক নিয়ে আতঙ্ক, কেন হয় এই স্ট্রোক?

  বিশেষ প্রতিনিধি    12-11-2022    150
বিউটি পার্লার স্ট্রোক নিয়ে আতঙ্ক, কেন হয় এই স্ট্রোক?

বর্তমান সময়ে রূপচর্চার জন্য বিউটি পার্লারে যান অনেক নারী। তেমনি গিয়েছিলেন ভারতের হায়দরাবাদের ৫০ বছর বয়সী এক নারীও। কিন্তু শেষ পর্যন্ত তা তার জীবনের ভয়ানক এক দুঃস্বপ্নে রূপ নেয়।

বিউটি পার্লারে গিয়ে চুলে শ্যাম্পু করাচ্ছিলেন ওই নারী। সেই সময় তার স্ট্রোক হয়। চিকিৎসকরা একে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’ বলেছেন। এদিকে এই ঘটনা সামনে আসার পর আতঙ্কিত হয়ে পড়েছেন অনেক নারী।

বিউটি পার্লারে চুলে ট্রিটমেন্টের সময় স্ট্রোকের ঘটনা উদ্ভট শোনালেও এই প্রথম এমন হলো, তা কিন্তু নয়। বিট্রিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান আগে এমনই একটা খবর প্রকাশ করেছিল। সেখানে জানানো হয়েছিল, ১৯৯৩ সালে বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোমটি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালের মাধ্যমে সম্ভবত প্রথম সামনে আসে।

আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের ওই গবেষণাপত্রে বলা হয়েছিল, বিউটি পার্লারে চুলে শ্যাম্পু করার সময় পাঁচজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের দেহ অসাড় হতে শুরু করে। মাথাঘোরা, ভারসাম্য হারানো এবং মুখ অসাড় হয়ে যায়। পাঁচজনের মধ্যে চারজন স্ট্রোকের শিকার হয়েছিলেন।

এদিকে হায়দরাবাদে ৫০ বছর বয়সী যে নারীর স্ট্রোক হয়েছে, তার চিকিৎসা করেছেন হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালের নিউরোলজিস্ট সুদীপ কুমার। টুইটারে ডা. সুদীপ এ ঘটনা প্রসঙ্গে বলেন, ওই নারীর হাইপারটেনশন ছিল। চুল ধোয়ার সময় বেসিনে উল্টো দিক করে মাথা রাখার ফলে ঘাড়ের পিছনের দিকে মস্তিষ্কে রক্তসরবরাহকারী শিরাটি চেপে বসে গিয়েছিল। সম্ভবত এ কারণেই স্ট্রোকে আক্রান্ত হন।

ডা. সুদীপের মতে, ভার্টিব্রাল হাইপোপ্লাসিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বিউটি পার্লারে ঘাড়ে বা মাথায় ম্যাসাজ করার সময় অসাবধানতাবশত এমনটা ঘটতে পারে। এতে স্ট্রোক হতে পারে।

বিউটি পার্লার স্ট্রোক সম্পর্কে ভারতের হরিয়ানার মারেঙ্গো কিউআরজি হাসপাতালের ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জারি বিভাগের পরিচালক ডা. তরুণ শর্মা হিন্দুস্তান টাইমসকে বলেন, বিউটি পার্লার স্ট্রোক একটি বিরল বিরল ঘটনা, যা ঘাড়ের হেরফের বা ভুল ম্যাসাজের কারণে হঠাৎ করে ঘটতে পারে।

ডা. শর্মার মতে, পার্লারে গিয়ে শ্যাম্পু করানোর সময় বা ম্যাসাজ করানোর সময় সতর্ক থাকা প্রয়োজন। চুল ধোয়ার সময় হঠাৎ ঘাড় বাঁকানো বা ঘাড়ে হাইপার এক্সটেনশনের কারণে বিপদ ঘটতে পারে। ঘাড়ে অদক্ষ ম্যাসাজ, মাথা ও ঘাড়ে হঠাৎ করে ঠান্ডা পানি ঢালা সহ অন্যান্য আরো কিছু কারণ মস্তিষ্কে অক্সিজেন সরবরাহকারী শিরা সংকুচিত করে দিতে পারে। খুব বিরল ক্ষেত্রে মাথার গোড়ায় রক্ত জমাট বাঁধার কারণে ধমনী ছিঁড়ে গিয়ে মস্তিষ্কে একটি বড় স্ট্রোক হতে পারে।

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, ব্রেইন স্ট্রোক বা হার্টের রোগীদের ক্ষেত্রে এ ঘটনার ঝুঁকি বেশি। তবে সুস্থ তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যেও এটি ঘটতে পারে, যদি তারা স্থূলকায় বা ভারী ধূমপায়ী হয়। অন্যান্য স্ট্রোক থেকে এই স্ট্রোক ব্যতিক্রম, কারণ এর উৎস কেবল ঘাড়ে। - বলেন ডা. শর্মা।

রিসার্চগেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিউটি পার্লার স্ট্রোক সিন্ড্রোম’ খুব বিরল একটি ঘটনা, যা সেরিব্রাল আর্টারি ডিসেকশন বা ভার্টিব্রাল আর্টারি কম্প্রেশনের কারণে ঘটে। সেলুনের বেসিনে মাথা রাখার অবস্থান সঠিক না হলে এবং ঘাড়ে অদক্ষ ম্যাসাজ করা হলে এমনটা ঘটতে পারে।

বিউটি পার্লার স্ট্রোক প্রতিরোধে যা করবেন

ডা. শর্মা ‘বিউটি পার্লার স্ট্রোক’ এড়াতে বেশ কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। যেমন:

* বিউটি পার্লার বা সেলুনে মাথা ধোয়া কিংবা ম্যাসাজের সময় হঠাৎ ঘাড় ঘুরানো এবং ঘাড় অতিরিক্ত নড়াচড়া এড়িয়ে চলুন।

* মাথা ধোয়ার সময় সবসময় হালকা গরম পানি নিশ্চিত করুন।

* যাদের স্বাস্থ্যসমস্যা রয়েছে তারা বিশেষভাবে সতর্ক থাকুন।

তথ্যসূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

শিক্ষা ও স্বাস্থ্য-এর আরও খবর