বনবিভাগের অভিযানে ২০০০ ঘনফুট অবৈধ বালিভর্তি ডাম্পারসহ সরঞ্জাম জব্দ

  বিশেষ প্রতিনিধি    13-11-2022    193
বনবিভাগের   অভিযানে ২০০০ ঘনফুট অবৈধ বালিভর্তি  ডাম্পারসহ সরঞ্জাম জব্দ

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জের নেতৃত্বে টইটং বিটের সংরক্ষিত বনাঞ্চলে জুমপাড়া সংলগ্ন হাতির ঢেরা নাটানারা ঝিরি এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত ২০০০ ঘনফুট বালিসহ ডাম্পার ও ট্রাক জব্দ জব্দ করা হয়েছে।

১২ অক্টোবর ( শনিবার) দুপুর ১ টার দিকে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলামের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। বারবাকিয়ার রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাপ্ত তথ্য মতে, পেকুয়া উপজেলার টইটং বিটের বিভিন্ন এলাকায় একটি শক্তিশালী চক্র অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিল।বিষয়টি চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নজরে আসলে তিনি অভিযানের নির্দেশ দেন।পরবর্তীতে রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে পেকুয়া উপজেলার টইটং বিটের জুমপাড়া সংলগ্ন হাতির ঢেরা নাটানারা ঝিরি এলাকায় বিটকর্মকর্তা, বনকর্মী, হেডম্যান ও ভিলেজার এবং সুফল প্রকল্পের সুবিধাভোগীর সহযোগিতায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের প্রায় ২০০০ হাজার ঘনফুট বালিসহ ডাম্পার ও ট্রাক জব্দ করা হয়। এদিকে কাঠ ও বালু পাচারকারী সিন্ডিকেট কাঠ ও বালু পাচারের উদ্দেশ্যে একাট্টা হয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ সিন্ডিকেটটি বিভিন্ন কৌশল ব্যবহার করে কাঠ ও বালু পাচারের অপচেষ্টাই মেতে উঠেছে। আসন্ন মৌসুমে বালু কাঠ পাচারের নিমিত্তে প্রভাবশালী সিন্ডিকেট বিভিন্ন কৌশল পরিবর্তন করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ঘৃণ্যতম অপরাধের অপচেষ্টাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যতই ষড়যন্ত্র করুক না কেন সকল ষড়যন্ত্র কে মোকাবিলা করে সরকারি সম্পদ রক্ষার্থে কার্যক্রম পরিচালনায় অবিচল আছেন বনকর্মকর্তারা। সাঁড়াশি অভিযান চালিয়ে পাহাড় খেকো,বালিখেকো,কাঠ পাচারকারী সিন্ডিকেটদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান সংশ্লিষ্ট বনকর্মকর্তারা।

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক জানান, টইটং বিটে প্রায় ২০০০ হাজার ঘনফুট অবৈধ বালুভর্তি ডাম্পার ও ট্রাক জব্দ করা হয়েছে। বালুভর্তি ডাম্পার ও ট্রাক আটক পূর্বক রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে । এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, -পাহাড় কাটা, অবৈধ করাতকল,ইটভাটা এবং অবৈধ ডাম্পারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে টইটং বিট কর্মকর্তা জমির উদ্দীন,বারবাকিয়া বিট কর্মকর্তা গজনবী সহ সংশ্লিষ্ট স্টাফ, সুফল প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন , অবৈধ বালু উত্তোল, সরকারি বন ভূমি জবরদখলমুক্তসহ পাহাড় খেকোদের বিরুদ্ধে বন বিভাগ সজাগ ও সতর্ক রয়েছেন।ভূমিদস্যু,কাঠ এবং বালু পাচারকারী সিন্ডিকেটদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। সরকারি বন ভূমি উদ্ধার, অবৈধ বালু উত্তোলন রোধে বন বিভাগের প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ-এর আরও খবর