১০ জানুয়ারি বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন হবে

  বিশেষ প্রতিনিধি    07-01-2023    417
১০ জানুয়ারি বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন হবে

১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

১৯৭২ সালের এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি পাকিস্তানের কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে মুক্তি লাভ করে তাঁর স্বপ্নের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন।

বাঙালি জাতি বঙ্গবন্ধুর নির্দেশে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে থেকে মুক্ত স্বাধীন বাংলাদেশে ফিরে আসার মাধ্যমে সে বিজয় পূর্ণতা লাভ করে। এইদিন স্বাধীন বাংলার নতুন সূর্যালোকে সূর্যের মতো চির ভাস্বর-উজ্জ্বল মহান নেতা ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে আসেন তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে।

তাই ঐতিহাসিক এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় জেলাব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ। সেই লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ১০ জানুয়ারি সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ১০টায় দোয়া ও মিলাদ মাহফিল, বিকেল ৩টায় পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে আলোচনা সভার কর্মসূচি ঘোষনা করা হয়। একই সাথে জেলার আওতাধীন সকল উপজেলা ও সাংগঠনিক উপজেলা কমিটিগুলো অনুরূপ কর্মসূচি উদযাপন করবে বলে সভায় জানানো হয়।

প্রস্তুতি সভায় অন্যন্যদের মধ্যে অধ্যাপিকা এথিন রাখাইন, শাহ আলম চৌধুরী, এম. আজিজুর রহমান, রেজাউল করিম, আশেক উল্লাহ রফিক এমপি, আবদুল খালেক, ইউনুচ বাঙ্গালী, হেলাল উদ্দিন কবির, এম.এ মনজুর, মোস্তাক আহমদ শামীম, এডভোকেট তাপস রক্ষিত, খোরশেদ আলম কুতুবী, ইঞ্জিনিয়ার বদিউল আলম, সোনা আলী, জিএম কাশেম, এটিএম জিয়াউদ্দিন, আমিনুর রশিদ দুলাল, বদরুল হাসান মিল্কী, উজ্জ্বল কর, মাহমুদুল করিম মাদু, এডভোকেট রেজাউর রহমান, সোহেল আহমদ বাহাদুর, নুরুল আজিম কনক, সেলিম নেওয়াজ, ইফতেখার উদ্দিন পুতু, আবুল মনসুর চৌধুরী, আহসান সুমন ও হাসান তারেকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাদেশ-এর আরও খবর