কক্সবাজার সাগরজলে খুনসুঁটিতে মেতেছে ডলফিনের ঝাঁক

  বিশেষ প্রতিনিধি    07-01-2023    165
কক্সবাজার সাগরজলে খুনসুঁটিতে মেতেছে ডলফিনের ঝাঁক

সাতসকালে সাগরের নীল জলরাশিতে সাঁতার কাটছে এক ঝাঁক ডলফিন। কখনো ডুব দিচ্ছে, কখনো দল বেঁধে খেলা করছে; আবার কখনো সাঁতার কাটছে। যা দেখা মিলেছে কক্সবাজার কাঁকড়া বিচের উপকূলের খুব কাছেই। ডলফিনের বিরল মুহুর্তের এমন দৃশ্য যা ড্রোনের সাহায্যে ক্যামেরা বন্দি করা হয়। ডলফিনের বিরল এই দৃশ্যটি দেখেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দার।

তিনি বলেন, বুধবার (০৪ জানুয়ারি) সাতসকালে আমরা ক’জন কক্সবাজার কাঁকড়া বিচে যায়। হঠাৎ চোখে পড়ল এক ঝাঁক ডলফিন। যা দেখে দ্রুত সঙ্গে থাকা ড্রোন পাঠিয়ে এই বিরল মূহুর্তের দৃশ্য ক্যামেরা বন্দি করা হয়।

সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, ডলফিনের দলটি উপকূলের খুবই কাছাকাছিতে মেতেছিল। হয়তোবা খুব ভোরে ওরা দল বেঁধে উপকূল দেখতে এসেছিল। কিন্তু বেলা বাড়ায় সাগরে উপকূলে বাড়ে মানুষের আনাগোনা। তাই ডলফিনের দলটি গভীর সাগরের দিকে চলে যায়।

শীতের সকাল, নেই সমুদ্রের উত্তাল ঢেউ। তাই উপকূলের কাছাকাছিতে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। একই আমূল পরিবর্তন এসেছে প্রকৃতিতে। বালিয়াড়িতে ফুটেছে ফুল, ফুলে বসে খেলছে ভোমরা। চারদিকে শুধু শীতল সাগর, পাল্টেছে সাগরের পানির রঙও।

সাগরের নীল জলরাশি, এই জলরাশিতে উপকূলের কাছাকাছি দেখা মিলছে ডলফিন দলের। প্রাণীটি দাপাদাপি করছে সৈকতের নীল জলরাশিতে। কখনো দু’একটা করে, কখনো দল বেঁধে, সাগর জলে সাঁতার-ডোবা খেলায় মাতছে ডলফিন। প্রতিবছর শীত মৌসুম আসলেই কক্সবাজার সৈকতে ডলফিনের এমন দৃশ্য দেখা যায় বলে জানালেন লাইফ গার্ড কর্মীরা।

সী সেইফ লাইফ গার্ড সংস্থার সিনিয়র লাইফ গার্ড কর্মী মো. জহিরুল ইসলাম বলেন, প্রতিবছরের মতো এবারও শীত মৌসুমে মাঝে মধ্যে ডলফিনের বিচরণ দেখা যাচ্ছে সাগরের নীল জলরাশিতে। ডলফিন তাদের মতো খেলবে, সাঁতার কাটবে বা এদিক-ওদিক ছুটাছুটি করবে। এদেরকে কেউ যাতে ক্ষতি করতে না পারে তারজন্য আমরা সতর্ক রয়েছি।

স্তন্যপায়ী এই প্রাণীটি বহু জাতের হয়। তবে সমুদ্র উপকূলে দেখা যায় মূলত শুশুক জাতের ডলফিন। আর ডলফিনের আবাসস্থলে প্রাকৃতিক পরিবেশে ডলফিন দর্শন পর্যটনে একটি নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আর পরিবেশবাদি সংগঠন বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু বলেন, আমাদের উপকূলের জেলেরা প্রায়ই ডলফিনের দেখা পান। মাঝে মধ্যে মৃত ও অসুস্থ ডলফিন উপকূলে ভেসে আসতে দেখা যায়। বঙ্গোপসাগরে নানা প্রজাতির ডলফিনের বিচরণ ও বিস্তার রয়েছে। তবে সাগরের এই স্তন্যপায়ী প্রাণীটি নিয়ে আমাদের দেশে এখনো তেমন কোন গবেষণা হয়নি। সাগর দূষণ,জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট নানা কারনে বিশ্বব্যাপী ডলফিন বিলুপ্তপ্রায় ও হুমকির মুখে। এদের আবাসস্থল চিহ্নিত ও সংরক্ষন করা প্রয়োজন। আর ডলফিনের আবাসস্থলে প্রাকৃতিক পরিবেশে ডলফিন দর্শন পর্যটনে একটি নতুন মাত্রা যোগ করতে পারে।

পর্যটন-এর আরও খবর