নবাগত জেলা প্রশাসকের পেকুয়ায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন

  বিশেষ প্রতিনিধি    09-01-2023    206
নবাগত জেলা প্রশাসকের পেকুয়ায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন

কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান পেকুয়া উপজেলায় আগমন উপলক্ষে বিভিন্ন প্রকল্প ও এলাকা পরিদর্শন করেছেন। শনিবার (০৭ জানুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শাহীন ইমরান পেকুয়া উপজেলায় আগমন করেন। এসময় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ জাহিদুল ইসলাম তাঁকে ফুল দিয়ে বরন করেন। পেকুয়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এম শাহনেওয়াজ আজাদ, উজানটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল করিম, বারবাকিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা এ এইচ এম বদিউল আলম উপস্থিত ছিলেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভুমি অফিস পরিদর্শন করেন।

একই দিন বেলা ১২টায় টৈইটং উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে উপহার বই বিতরণ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন, শিক্ষিত জাতি গঠনে জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের শুরুতে সারা দেশে একযোগে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি চালু করেছে। আর শিক্ষার বিকাশ ঘটাতে হলে পড়া লেখার প্রতি নিয়মিত মনোযোগ হতে হবে। অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে। এর জন্য ক্রীড়া, সাংস্কৃতির কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান।

এতে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি টইটং ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম বক্তব্য রাখেন।

পরে মাননীয় জেলা প্রশাসক টৈইটং গর্জনিয়াপাড়া ৫নং ওয়ার্ড, মৌলভী পাড়া ৭ং ওয়ার্ড, রাজাখালি ইউনিয়নের ২নং ওয়ার্ড মিয়াপাড়া মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ ঘর পরিদর্শন এবং বসবাসরত শীতার্তদের শীতবস্ত্র ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ শেষে টইটং নাপিতখালী বিধ্বস্ত রাবার ড্যাম সংলগ্নে বিকল্প বাঁধ ও টইটং -এ অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্টের ভেন্যু শেখ রাশেল মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন।

এসময় টইটং সোনাইছরি মৌলভী বাজার খালের উপর ক্রসবাদ নির্মান এর কাজ এবং রাবার ড্রাম পরিদর্শন করেন।

সন্ধ্যায় তিনি মগনামা ঘাট পরিদর্শন করেন। পরিদর্শন কালে উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব পূর্বিতা চাকমা,সহকারী কমিশনার ( ভূমি) পেকুয়া জনাব মোঃ জাহিদুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব আবু তাহের ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাদেশ-এর আরও খবর