সুপ্রীম কোর্টের দুর্নীতি অনুসন্ধানে কক্সবাজারের সাবেক সিজেএম’কে দিয়ে কমিটি



  বিশেষ প্রতিনিধি    12-01-2023    166
সুপ্রীম কোর্টের দুর্নীতি অনুসন্ধানে কক্সবাজারের সাবেক সিজেএম’কে দিয়ে কমিটি

দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগ (হাইকোর্ট ও আপিল) এর কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতি বিষয়ক অভিযোগ সংক্রান্ত প্রাথমিক অনুসন্ধানের জন্য কক্সবাজারের সদ্য সাবেক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আলমগীর মোহাম্মদ ফারুকী-কে ১ নম্বর সদস্য করে কমিটি পুনর্গঠন করা হয়েছে।

গত ৫ জানুয়ারি হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মশিয়ার রহমান স্বাক্ষরিত ২১৪ নম্বর স্মারকে জারীকৃত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি পুনর্গঠন করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সুপ্রীম কোর্টের উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতি বিষয়ক অভিযোগ সংক্রান্তে প্রাথমিক অনুসন্ধানের নিমিত্তে কমিটি পুনর্গঠন করা হয়।

চার সদস্য বিশিষ্ট কমিটিতে রয়েছেন-হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার ও কক্সবাজারের সদ্য সাবেক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকী, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. মিজানুর রহমান, আপিল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার এম. এম. মোর্শেদ এবং হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার রাশেদুর রহমান।

প্রসংগত, গত ৪ অক্টোবর কক্সবাজারের সদ্য বিদায়ী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকী-কে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়। তিনি গত ২০ অক্টোবর পর্যন্ত কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেছেন।

সারাদেশ-এর আরও খবর