আদালতের রায়ে ইউপি সদস্যের শপথ

ভারুয়াখালী ৯ নং ওয়ার্ড

  বিশেষ প্রতিনিধি    18-01-2023    193
আদালতের রায়ে ইউপি সদস্যের শপথ

জনগণের প্রত্যক্ষ ভোটে টানা তৃতীযবারের মতো মেম্বার নির্বাচিত হয়েও ষড়যন্ত্রকারীদের কারণে ক্ষমতার চেয়ারে বসতে পারেন নি কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মোঃ ফজলুল হক।,

নিজের মর্যাদা ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে তাকে আশ্রয় নিতে হয়েছে উচ্চ আদালতের।

অবশেষে আদালতের আদেশেই চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন টানা তৃতীয়বার নির্বাচিত সংগ্রামী জননেতা মোঃ ফজলুল হক।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে তাকে শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। শপথ শেষে মেম্বার মোঃ ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা জানান ইউএনও মোহাম্মদ জাকারিয়া। একই সঙ্গে তিনি জনগণের দায়িত্ব যথাযথ পালনের আহ্বান জানান।

শপথ গ্রহণের পর মেম্বার মোঃ ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা জানান চেয়ারম্যান কামাল উদ্দিননের নেতৃত্বে ইউপি সদস্যবৃন্দ।

এ সময় আইডিয়াল গ্রুপের চেয়ারম্যান অধ্যক্ষ মিজানুর রহমান, মেম্বার এম, কাশেম, আলি হোছন,নুরুল আজিম কাজল, মোতাহের হোছাইন, সলিম উল্লাহ বাহার, সাহাব উদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বদি উল আলম, সেক্রেটারি মোস্তাক আহমেদ, ফুয়াদ আল খতীব হাসপাতালের কর্মকর্তা নুরুল আমিন পুতু, ঝিলংজা ৮ নং ওয়ার্ডের মেম্বার আবদুর রশিদ, কক্সবাজার পৌরসভার নুনিয়া ছড়ার সমাজ কমিটির সেক্রেটারি ফরিদুল আলম, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মমতাজ আহামদসহ মান্যগন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সারাদেশ-এর আরও খবর