কুতুবদিয়ায় বিচ্ছিন্ন ঘটনায় নারীসহ আহত-৩

  বিশেষ প্রতিনিধি    15-02-2023    197
কুতুবদিয়ায় বিচ্ছিন্ন ঘটনায় নারীসহ আহত-৩

কক্সবাজারের কুতুবদিয়ায় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের একজন কুতুবদিয়া সরকারি কলেজ’র খন্ড খালীন ইংরেজি প্রভাষক হামিদ হোসেন। তিনি বুধবার সকালে মোটরসাইকেল চালিয়ে কলেজে যাওয়ার পথে কৈয়ারবিল এলাকায় দুর্ঘটনার শিকার হন। এতে তার বাম পা ভেঙে যায়। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জনা যায়, হামিদ হোসেন (৩০), কৈয়ারবিল এলাকার নুরুল কবির’র ছেলে। এদিকে একই ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন আলমগীর নামের এক গৃহ শ্রমিক। মালিকের গৃহ পালিত গরুর বাছুর আনতে গিয়ে তিনি দুর্বৃত্তদের হাতে মারধরের শিকার হন।

ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

গৃহকর্মীর মালিক মালিক রেজা খাঁন জানান, এলোপাতাড়ি মারধরের কারণে তার বাম বাহুর উপরের অংশের হাড় ভেঙে গেছে । ওই এলাকার নিশাতসহ ২/৩ জন মিলে পূর্ব শত্রুতার রেশ ধরে তাকে মেরেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

দুপুরে উপজেলা সদরের আরব সিকদার পাড়ায় সরকারি এলজিইডির রাস্তার জন্য জায়গা ছেড়ে দেয়াকে কেন্দ্র করে এক মহিলাকে মারধরের ঘটনা ঘটেছে। পরে ৯৯৯ এ কল দিলে কুতুবদিয়া থানা পুলিশ মহিলাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিবেশীদের অকথ্য ভাষায় গালিগালাজ করায়। প্রতিবেশীরা ওই মহিলাকে পিটিয়েছে। ওই মহিলাকে কক্সবাজার রেফার করা হয়েছে বলে জানা গেছে।

সারাদেশ-এর আরও খবর