১৮ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ১১৩ রানে অলআউট অস্ট্রেলিয়া

  বিশেষ প্রতিনিধি    19-02-2023    184
১৮ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ১১৩ রানে অলআউট অস্ট্রেলিয়া

দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ২৬২ রান করলো অস্ট্রেলিয়া। জবাবে অক্ষর প্যাটেলের ব্যাটিং দৃঢ়তায় ভারত অলআউট হলো ২৬২ রান করে। ১ রানের লিড নিয়ে শনিবার দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৬১ রান তুলে দিন শেষ করে।

আজ রোববার সকালের সেশনে বাকি ৯ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে আর মাত্র ৫২ রান সংগ্রহ করতে পারে অজিরা। রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিনের বোলিং ভেল্কিতে ৩১.১ ওভারে ১১৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জিততে ভারতকে করতে হবে ১১৪ রান।

আগের দিন ৩৯ রান নিয়ে অপরাজিত থাকা ত্রাভিস হেড আজ ৪৩ রানে আউট হন। আর ১৩ রান নিয়ে অপরাজিত থাকা মার্নাস ল্যাবুশেন আউট হন ৩৫ রান করে। এরপর জাদেজা-অশ্বিনের ঘূর্ণিতে উইকেট বৃষ্টির জোর বর্ষণ চলে। স্টিভেন স্মিথ ৯, ম্যাট রেন’শ ২, পিটার হ্যান্ডসকম্ব ০, আলেক্স ক্যারি ৭, প্যাট কামিন্স ০, নাথান লায়ন ৮ ও ম্যাথিউ কুহনিম্যান ০ রান করে আউট হন।

৩ উইকেট হারিয়ে ৯৫ রান করা অস্ট্রেলিয়া ১৮ রানের ব্যবধানে বাকি ৭ উইকেট হারিয়ে ১১৩ রানে অলআউট হয়। অর্থাৎ ৯৫ থেকে ১১৩ রানে যেতে বাকি উইকেটগুলো হারায় তারা।

বল হাতে জাদেজা ও অশ্বিন ছাড়া আর কেউ উইকেট নেওয়ার সুযোগ পাননি। অবশ্য আর কেউ বল করারও তেমন সুযোগই পাননি। ১২.১ ওভারে ১ মেডেনসহ ৪২ রান দিয়ে অস্ট্রেলিয়ার ১০ উইকেটের ৭টিই নেন জাদেজা। আর ১৬ ওভার বল করে ৩ মেডেনসহ ৫৯ রান দিয়ে ৩টি নেন অশ্বিন।

এর বাইরে মোহাম্মদ শামি ২ ওভার ও অক্ষর প্যাটেল করেন ১ ওভার।

খেলাধুলা-এর আরও খবর