মুশফিকের অবসরে যে বার্তা দিলেন সতীর্থরা

  বিশেষ প্রতিনিধি    05-09-2022    181
মুশফিকের অবসরে যে বার্তা দিলেন সতীর্থরা

হুট করেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট কে বিদায় বলে দিলেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তবে তার এ অবসরে হতবাক দলের সতীর্থরা। টি-২০তে মুশফিকের অবদানের কথা জানিয়ে অনেকে ক্রিকেটারই সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন। মুশফিকের অবসরে নিজের ভেরিফাইড পেইজে স্ট্যাটাস দিয়েছেন সাবেক টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ২২ গজে মুশফিকের সঙ্গে তার একটি ছবি দিয়ে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘প্রিয় মুশফিক, তোমার ঘোষণা শুনে আমার হৃদয় ভেঙে গেছে। কিন্তু টি-টোয়েন্টিতে তোমার অর্জন ও ক্যারিয়ারের জন্য সাধুবাদ জানাই। তোমার সঙ্গে টি-টোয়েন্টিতে খেলতে পারা ছিল আনন্দদায়ক। তোমার কাজের নীতি যে কোনও ফরম্যাটে সবসময় অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে’। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল তার সঙ্গে রান নেওয়ার একটা ছবি পোস্ট করে লিখেছেন, অভিনন্দন মুশফিক! ১৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার... টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!’ বাংলাদেশ দলের মিডল-অর্ডার ব্যাটার আফিফ হোসেন লিখেছেন,‘আশা করি আপনার ভবিষ্যৎ যাত্রা আরও বেশি সফল হবে মুশফিক ভাই’। পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘ধন্যবাদ, টি-টোয়েন্টির লিজেন্ড মুশফিকুর রহিম’। উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান লিখেছেন, ‘মাঠের ভেতর ও বাইরে আপনি সবসময় আমাদের অনুপ্রেরণা। টি-টোয়েন্টি অবসর শুভ হোক মুশফিকরহিম ভাই। সামনের দিনগুলোর জন্য শুভ কামনা’। ২০০৬ সালের ২৮ নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-২০তে অভিষেক হয় মুশফিকের। দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১০ ম্যাচ খেলেছেন তিনি। ৬টি হাফ-সেঞ্চুরিতে ১৯ দশমিক ৪৮ গড়ে ১৫০০ রান করেছেন মুশফিক।

খেলাধুলা-এর আরও খবর