কক্সবাজারে ৮ জনের ১০ বছর করে কারাদন্ড

৫ লক্ষ ইয়াবা পাচার

  বিশেষ প্রতিনিধি    22-02-2023    243
 কক্সবাজারে ৮ জনের ১০ বছর করে কারাদন্ড

৫ লক্ষ ইয়াবা টেবলেট পাচারের মামলায় কক্সবাজারে ৮ জনকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একইসাথে দন্ডিতদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বুধবার ২২ ফেব্রুয়ারী এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

দন্ডিত আসামীর হলো : মৃত আবদুল জলিল ও ইসলাম খাতুনের পুত্র মোঃ রফিক, নুর আহমদ ও আনোয়ারা বেগমের পুত্র মোঃ কালু প্রকাশ কালু মাঝি, ছালেহ আহমদ ও হালিমা খাতুনের পুত্র মোঃ রফিক, মৃত কবির আহমদ ও মৃত বেগম সাইরের পুত্র মোঃ হাসান, মফজল আহমদ ও সাইর খাতুনের পুত্র হাসমত আলী, মৃত খলিলুর রহমান প্রকাশ মৃত সোলেমান ও মরিয়ম খাতুনের পুত্র মোঃ নুরুল আলম আনোয়ারী, মৃত ইউসুফ আলী ও নুর নিসা বেগমের পুত্র মোঃ নাসির এবং মৃত হাফেজ আবদুল মান্নান ও নুরন্নাহারের পুত্র মোহাম্মদ মুজিবুল ইসলাম। তারা সকলের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরায়।

রাষ্ট্র পক্ষে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামীদের পক্ষে অ্যাডভোকেট আবদুর রশিদ, অ্যাডভোকেট সেলিম উদ্দিন রাজু ও অ্যাডভোকেট রাসীব আহমদ আদালতে মামলাটি পরিচালনা করেন।

সারাদেশ-এর আরও খবর