ইউক্রেনের নতুন মুদ্রায় রাশিয়ার যুদ্ধাপরাধ

  বিশেষ প্রতিনিধি    24-02-2023    187
ইউক্রেনের নতুন মুদ্রায় রাশিয়ার যুদ্ধাপরাধ

দ্বিতীয় বছরে গড়াল ইউক্রেন যুদ্ধ। আর এই দিনকে সামনে রেখে পূর্ব ইউরোপের দেশটিতে উন্মোচন করা হয়েছে স্মারক ব্যাংক নোট। গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক ২০ ইউক্রেনীয় রিভনিয়ারের (স্থানীয় মুদ্রা) নোট উন্মোচন করে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে আরও বলা হয়, স্মারক নোটের একপাশে দেখা গেছে ইউক্রেনের তিন যোদ্ধাকে। তারা দেশের জাতীয় পতাকা উঁচু করে ধরে আছে। আর অন্য পাশে রয়েছে পিছমোড়া করে বাঁধা দুটি হাতের ছবি। এই ছবির মাধ্যমে মূলত রাশিয়ার যুদ্ধাপরাধের কথা বোঝাতে চেয়েছে কিয়েভ। যদিও মস্কো বরাবর এই অভিযোগ অস্বীকার করে এসেছে।

ন্যাশনাল ব্যাংক অব ইউক্রেনের গভর্নর আন্দ্রেই পাইসনি বলেন, ‘যুদ্ধের প্রথম বর্ষপূর্তিতে বের হওয়া স্মারক নোটে যুদ্ধকালীন পুরো এক বছরের আবেগ, নিদর্শন, বিষয়বস্তু ও আইকনিক জিনিসগুলো তুলে ধরা হয়েছে।’

নতুন এই স্মারক নোটের নকশা করা ও নোটটি পুরোপুরি প্রস্তুত করতে আট মাস সময় লেগেছে বলেও জানানো হয়েছে। গভর্নর আন্দ্রেই পাইসনি বলেন, শিগগিরই নতুন করে তিন লাখ ব্যাংক নোট বাজারে ছাড়া হবে।

এক বছর ধরে চলমান যুদ্ধের মধ্যে দেশের অর্থনীতিকে চলমান রাখতে ও বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

আন্তর্জাতিক-এর আরও খবর