চকরিয়ায় ভুমিহীন ৪৩ হতদরিদ্র পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই

  বিশেষ প্রতিনিধি    26-02-2023    217
চকরিয়ায় ভুমিহীন ৪৩ হতদরিদ্র পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই

মুজিব শতবর্ষের অঙ্গিকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, আশ্রয়ণের সবার অধিকার শীর্ষক প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এবার কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে ভুমিহীন ও গৃহহীন ৪৩ হতদরিদ্র পরিবার পেয়েছেন মাথা গোঁজার ঠাঁই একটি করে নতুন বাড়ি। সরকারি বরাদ্দে দুই শতক জমিসহ নবনির্মিত বাড়িগুলো উপকারভোগী পরিবারের নারীপুরুষ সদস্যদের হাতে আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ উমর আশ্রয়ণ প্রকল্পে নির্মিত ৪৩টি নতুন বাড়ি উপকারভোগীদের মাঝে বুঝিয়ে দেয়া হয়েছে। কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী পরিবারের মাঝে নবনির্মিত বাড়ি হস্তান্তর করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত উজ জামান, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মোঃ আরিফ উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে কাকারা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এলাকার সুধীজন ও উপকারভোগী পরিবারের নারীপুরুষ সদস্যরা।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি সহসা চকরিয়াকে শতভাগ ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা দেবেন। সেই লক্ষ্য নিয়েই চকরিয়া উপজেলা প্রশাসন মুজিব শতবর্ষের অংশ হিসেবে আশ্রয়ণ প্রকল্পের নতুন বাড়ি নির্মাণ কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ইতোমধ্যে চকরিয়ায় চতুর্থ ধাপের ১৯২টি গৃহ হস্তান্তরের মাধ্যমে উপজেলার মোট ৮৭৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। প্রধানমন্ত্রীর উপহারের দুই শতক জমির মালিকানার সাথে এই বাড়িতে থাকছে দু’টি করে শোয়ার কক্ষ, একটি রান্নাঘর, একটি শৌচাগার, বারান্দা ও সুপেয় পানির জন্য নলকূপ। পাশাপাশি সহসা নতুন বাড়িগুলোতে দেওয়া হবে বিদ্যুৎ সংযোগ লাইন।

সারাদেশ-এর আরও খবর