উপস্থাপনা সব সময় ভীষণ উপভোগ করি

  বিশেষ প্রতিনিধি    28-02-2023    197
উপস্থাপনা সব সময় ভীষণ উপভোগ করি

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ২০২১ সালের জন্য প্রদেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘মুজিব : একটি জাতির রূপকার’, ‘বিবাহ অভিযান-২’সহ বেশ কিছু সিনেমা। এসব নিয়েই কথা হয় ফারিয়ার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন- জাহিদ ভূঁইয়া

আবারও উপস্থাপনায় দেখা যাবে আপনাকে। কেমন লাগছে?

এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে নাচের পারফরম্যান্সে অংশগ্রহণ করেছি। কিন্তু এবার থাকব উপস্থাপকের ভূমিকায়। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করতে যাচ্ছি, তাই একটু ভয় তো কাজ করছেই। তবে এটাও সত্যি, উপস্থাপনা সব সময় ভীষণ উপভোগ করি এবং বিপরীতে এটা ভীষণ চ্যালেঞ্জিং বলেও মনে হয়। যারা এবারের অনুষ্ঠান উপস্থাপনার জন্য আমাকে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কদিন আগেই ‘ভয়’ সিনেমাটি ওটিটিতে মুক্তি পেয়েছে। দর্শকের কেমন সাড়া পেলেন?

বুকের মাঝে ভয় পুষে রাখতে রাখতে একটা সময় কীভাবে আমরা লড়াই করার সাহস হারিয়ে ফেলি- তাই দেখানো হয়েছে এই ছবিতে। আরও দেখানো হয়েছে কাজ আর আদর্শের মাঝে আপস না করার গল্প। এরই মধ্যে যারা সিনেমাটি দেখেছেন, তাদের অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন। রাজা চন্দের পরিচালনায় ছবিতে আমার সহশিল্পী ছিলেন অঙ্কুশ হাজরা। তার সঙ্গে এর আগেও অভিনয় করেছি।

হাতে থাকা সিনেমার কী খবর?

এরই মধ্যে সৌমিক হালদারের ‘বিবাহ অভিযান-২’ এবং অংশুমান প্রত্যুষের ‘রকস্টার’ সিনেমার কাজ শেষ করেছি। এ ছাড়া অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ সিনেমায় কাজ করছি। মুক্তির অপেক্ষায় আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন ভারতের বরেণ্য নির্মাতা শ্যাম বেনেগাল। এ ছাড়া নূর ইমরান মিঠুর ‘পাতালঘর’ এ বছরই মুক্তি পাবে বলে শুনেছি।

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় ১৮ থেকে ২৯ বছর বয়সী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। সেই কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

কিছু কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এই সিনেমায় কাজের অভিজ্ঞতাও ঠিক তেমনি। শিল্পীদের সংলাপ, দৃশ্যধারণের সময় এত সুন্দর ও অমায়িকভাবে সহযোগিতা করতেন সবাইÑ যা ছিল অবিশ্বাস্য। প্রতিটি দৃশ্য করার আগে ক্যামেরাসহ অন্তত দশবার অনুশীলন করা হতো। এর পরই যাওয়া হতো চূড়ান্ত দৃশ্যে। আরেকটি মজার বিষয় ছিলÑ প্রথম দিন থেকেই শুটিং সেটে আমাকে ‘হাসিনা’ বলে ডাকা হতো। সেটে প্রথম প্রথম এই নামে আমাকে কেউ কেউ ডাকলেই চমকে উঠতাম। একটা পর্যায়ে আমার নাম যে ফারিয়া, সেটা যেন ভুলেই গিয়েছিলাম। শুটিংয়ের পুরো দিনগুলোতে হয়ে উঠেছিলাম ‘হাসিনা’। এই নামের অনুভূতি যেমন গর্বের, তেমন ভয়েরও।

‘ফুটবল ৭১’ সিনেমার গল্পে কী থাকছে?

স্বাধীন বাংলা ফুটবল দলের আসল চিত্র ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে উপজীব্য করে ছবিটি নির্মাণ করছেন অনম বিশ্বাস। স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্ব এতে উঠে আসবে। থাকবে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের অবদানের গল্প। দেশের বাইরে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম এই ফুটবল দলের হাত ধরে উড়েছিল। সেই আবেগের চিত্রায়ণও হবে।

নতুন কোনো গানের কাজ শুরু করেছেন?

‘হাবিবি’ গানটি প্রকাশের পর পরই নতুন একটি গানের কাজ শুরু করেছি। টাইটেল এখনো ঠিক করা হয়নি। তবে শিগগির গানটির মিউজিক ভিডিওর কাজ শুরু করব। ইচ্ছা আছে, আসছে ঈদে গানটি প্রকাশের। কারণ গানটিতে রয়েছে আনন্দ আর উচ্ছ্বাসের সব উপকরণ।

হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত থেকে সরে এলেন। কারণ কী?

আমি যা করি, বুঝেশুনেই করি। এ কারণেই আমার কাজে কোনো বিতর্ক নেই। আর বিয়েটা যে কারও জীবনেরই অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত; কেউ একবার নেয়, কেউ একাধিকবার নেয়। এটা আসলে এমন একটি সিদ্ধান্ত, যেটা খুব ভেবে, চিন্তা করে, সচেতনভাবে নিতে হয়। আমি এখন যে অবস্থানে আছি, সেখান থেকে মনে হচ্ছে- এখনো বিয়ের জন্য প্রস্তুত নই। নিকট-ভবিষ্যতেও প্রস্তুত হব না। আমি কাজেই মনোযোগ দিচ্ছি। সত্যি বলতে কীÑ আশপাশে এত বেশি বিচ্ছেদ দেখি, তাতে ভয় পাই।

বিনোদন-এর আরও খবর