বাংলাদেশের আত্মবিশ্বাস ইংল্যান্ডের গভীরতা

  বিশেষ প্রতিনিধি    01-03-2023    215
বাংলাদেশের আত্মবিশ্বাস ইংল্যান্ডের গভীরতা

বাংলাদেশ-ইংল্যান্ড গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজ চলে গিয়েছিল আড়ালে। সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব চলে আসে সামনে। বিসিবি সভাপতি নিজেই তাতে ঘৃতাগ্নি করেছেন।

বাংলাদেশের জন্য সিরিজটা কত গুরুত্বপূর্ণ, সেটা মঙ্গলবার বোঝা গেল। এই ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর স্বপ্ন বাংলাদেশের। ইংল্যান্ডের লক্ষ্য বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে উপমহাদেশের কন্ডিশনে নিজেদের ধাতস্থ করে নেওয়া। ফাল্গুনের হাওয়ায় নিজেদের সামর্থ্যরে প্রমাণের জন্য সর্বোচ্চটা দিয়ে আজ ব্যাট-বলের লড়াইয়ে নামবে বাংলাদেশ ও ইংল্যান্ড।

মিরপুরে প্রথম ওডিআই দুপুর ১২টায় শুরু হবে। সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও গাজী টিভিতে। ইংল্যান্ডের গভীরতা কত বেশি সেটা তাদের দলের বর্তমান অবস্থা দেখলেই বোঝা যায়। ওয়েলিংটনে কাল স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে এক রানে দ্বিতীয় টেস্টে হেরেছে ইংল্যান্ড। অন্যদিকে আজ মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ। একই সময়ে দুই দেশে দুই দল।

কাল সকালে বাংলাদেশ ও দুপুরে ইংল্যান্ড অনুশীলন করে। দুদলের অনুশীলনে খুব বেশি পার্থক্য ছিল না। স্পিনারদের প্রাধান্য দিয়ে ব্যাটিং অনুশীলন করে গেছেন ব্যাটাররা। বিশেষ করে ইংল্যান্ডের জেসন রয়, দাভিদ মালান, জেমস ভিন্স লেগ-স্পিনার, থ্রোয়ারদের স্লো বল খেলেছেন। অনুশীলন শেষ করার আগে ফুটবলকে হাওয়ায় ভাসিয়ে হেড দিয়ে ও উপরে পায়ে রেখে শেষ প্রস্তুতি সারলেন তারা। মঈন আলীর শেষের হেডটা আদিল রশিদের কানের পাশে লেগে বল বাইরে যেতেই দুজনকে নিয়ে হাসাহাসি করে ড্রেসিংরুমের পথ ধরেন সবাই। শেষের ইঙ্গিতে যেন বুঝিয়ে ছিলেন অতিথিরা, এই উইকেটে আজ ইংল্যান্ডের ভরসা হতে পারেন দুই স্পিনার।

অবাক করা বিষয়, মিরপুরে পেস উইকেট হবে না জেনেও ইংল্যান্ড দলে ছয় পেসার। এর মধ্যে রয়েছেন ইনজুরি সেরে আগের সিরিজে ফিরে তাণ্ডব চালানো জফরা আর্চার। এছাড়া রিচ টপলি, ক্রিস ওকস, স্যাম কারেনরা তো আছেনই। স্পিনারদের নিয়ে আলোচনা হলেও সফরকারীদেরও জানা, মিরপুরে পেসাররা ব্যবধান গড়ে দিতে পারেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটার নিয়মিত খেলেন। ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেন তাদের অনেকে। কয়েকজন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেন। সুতরাং তারা শক্তিতে পিছিয়ে নেই।

অনেকদিন পর বাংলাদেশ ইনজুরিমুক্ত একটি দল পাচ্ছে। পুরো শক্তির দল নিয়ে ইংল্যান্ডের মোকাবিলা করবে স্বাগতিকরা। সাকিব ও তামিমকে নিয়ে বাইরে আলোচনা হলেও কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, মাঠের পারফরম্যান্স স্বাস্থ্যকর হলেই আর অন্য কিছুর দরকার নেই। দুজনই সেই পরীক্ষা দিতে প্রস্তুত। চন্ডিকা ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ কেমন করবে সেটা দেখার জন্য মুখিয়ে আছেন। সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে মঙ্গলবার বাংলাদেশ কোচ বলেন, ‘তারা বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের একটি দল টেস্ট খেলছে আরেক দল এখানে। অবিশ্বাস্য তাদের ক্রিকেটারদের গভীরতা। নিজেদের অবস্থান বোঝার জন্য তাদের বিপক্ষে খেলা আসলেই আমাদের জন্য ভালো একটা সুযোগ। এমন কন্ডিশনে ভালো করলে আত্মবিশ্বাস বাড়বে।’

২০১৪ সালের পর বাংলাদেশ ঘরের মাঠে একটিমাত্র সিরিজ হেরেছে, সেটা ইংল্যান্ডের বিপক্ষে। ২০১৬ সালে ওই সিরিজে বাংলাদেশ হেরেছিল ২-১ এ। এর আগে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বিদায় করে দিয়েছিল বাংলাদেশ। সবশেষ সিরিজে ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষায় নিয়মিত অধিনায়ক তামিম ইকবালকে ছাড়া লিটন দাসের অধীনে জিতেছিল বাংলাদেশ। ফিট তামিম দলে ফিরেছেন। আছেন সাকিব, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। ভারত-বধের নায়ক মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাসকিন আহমেদরা তো রয়েছেনই।

দারুণ একটি মাইলফলকের সামনে সাকিব। আর মাত্র ছয় উইকেট পেলেই প্রথম বাংলাদেশি হিসাবে ওয়ানডে ক্যারিয়ারে ৩০০ উইকেটের মালিক হবেন তিনি। ব্যাটিংয়ে সাকিব ও মুশফিকুর রহিমের সামনে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করার হাতছানি। মুশফিকের প্রয়োজন ১৬৫ রান, সাকিবের ১৮৯। এছাড়া আর মাত্র চার উইকেট পেলে মঈন আলীরও ওয়ানডেতে একশ উইকেট হয়ে যাবে।

টুর্নামেন্টে কে ফেভারিট সেটা কোনো বিষয় না বলে মনে করছেন মঈন আলী। তিনি বলেন, ‘কে ফেভারিট এটা কোনো বিষয় না। বাংলাদেশ নিজেদের কন্ডিশনে অনেক ভালো। হ্যাঁ, এটা ঠিক যে, আমরা শেষ ১০ ম্যাচের আটটিতে হেরেছি। কিন্তু আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। হয়তো সেরা দল নিয়ে আসতে পারিনি। ভালো খেলোয়াড় আছে দলে। সিরিজ শেষ না হওয়া পর্যন্ত তাই কারা ফেভারিট, সেটা বলা যাবে না।’

এই সিরিজ ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। দুদলই আগেই সরাসরি ২০২৩ ভারত ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। তবে এই বিশ্বকাপের আগে নিজেদের শক্তির পরীক্ষায় বাংলাদেশ ও ইংল্যান্ড জানান দিতে চায়, আমরা আসছি...।

খেলাধুলা-এর আরও খবর