কুতুবদিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

  বিশেষ প্রতিনিধি    08-03-2023    192
কুতুবদিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

কক্সবাজারের কুতুবদিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে নানা রকম কর্মসূচী গ্রহণ করে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ।

সকাল ৮টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী নেতৃবৃন্দ। এরপরে ‘একটি তর্জণী, একটি ভাষণ, একটি স্বাধীনতা’ শ্লোগান সম্বলিত ব্যানার নিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃকর্মীরা।

এ সময় কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের, সহ-সভাপতি যথাক্রমে, রমিজ আহমদ, মাহাবুব আলম মাতবর, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন লালা, প্রচার সম্পাদক শাহাজাহান সিকদার,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, শ্রম বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দীন ইকু,বড়ঘোপ ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কালাম,কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর,আলী আকবর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার,দক্ষিণ ধূরুং সভাপতি সাহেদ নুর, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন,কৃষকলীগের আহ্বায়ক কাইছার সিকদার, শ্রমিকলীগের আহ্বায়ক আবদু রহিম রাসেল, বাস্তুহারা লীগের সভাপতি মনির আহমদ মাতবর,ছাত্রলীগ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দীন তুহিন,উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ করেন কুতুবদিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, কুতুবদিয়া তদন্ত ওসি কানন সরকার, উপজেলা সমবায় অফিসার ওসমান গণীসহ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।

পরে,দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সারাদেশ-এর আরও খবর