নির্দলীয় সরকারের কোনো অস্তিত্ব নেই: নানক

  বিশেষ প্রতিনিধি    10-03-2023    218
নির্দলীয় সরকারের কোনো অস্তিত্ব নেই: নানক

‘নির্দলীয় সরকার বলতে কোনো জিনিসের অস্তিত্ব বাংলাদেশের সংবিধানে নেই। নির্বাচন কমিশন নির্বাচন করবে। যে যে রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তারা এ নির্বাচনে অংশগ্রহণ করবে।’

শুক্রবার দুপুরে বরিশাল নগরীর ব্রজমোহন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি আরও বলেন, সম্প্রতি রাজধানীসহ দেশের কয়েক জায়গায় হওয়া বিস্ফোরণের বিষয়টি সরকার খতিয়ে দেখছে। এছাড়া সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত বলেও দাবি করেন তিনি।

এ সময় ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান খান মো. গাউস মোসাদ্দিক, শিক্ষক পরিষদের সম্পাদক আলামিন সরোয়ারসহ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মতবিনিময় সভার আগে র‌্যালি করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীরা।

জাতীয়-এর আরও খবর