অবশেষে সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা ফিরে এসেছেন

  বিশেষ প্রতিনিধি    21-03-2023    248
অবশেষে সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা ফিরে এসেছেন

দূযোর্গপূর্ণ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষাণা করা হয়।

এ কারণে সেন্টমার্টিনদ্বীপে ভ্রমণে আসা পর্যটকেরা আটকা পড়েন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অবশেষে তারা ফিরে এসেছেন।

সোমবার (২০মার্চ) সন্ধ্যায় পর্যটকরা টেকনাফ দমদমিয়া জাহাজ ঘাটে পৌঁছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া।

তিনি বলেন, ‘সোমবার সকালে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু হয়। এতে টেকনাফ থেকে পর্যটকবাহী তিনটি জাহাজে করে প্রায় আড়াই শতাধিক পর্যটক দ্বীপে পৌঁছায়। আবার এসব জাহাজ ফেরার সময় আটকা পড়া হাজারো পর্যটক ফিরে এসেছেন।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান জাহাজ চলাচল শুরু হয়েছে জানিয়ে বলেন, দূযোর্গপূর্ণ ‘আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ আবার চলাচল শুরু করেছে। এসব জাহাজে করে দ্বীপে আটকা পড়া পর্যটকরা ফিরে আসেন।’

এ ব্যাপারে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘একদিন পর জাহাজ চলাচল শুরু হয়েছে। তিনটি জাহাজে করে ২০০-৩০০ পর্যটক দ্বীপে বেড়াতে এসেছে। অনেকে রাত্রী যাপন করবেন। তবে আটকা পড়া পর্যটকসহ অনেকে সোমবার দ্বীপ ত্যাগ করেছেন।’

পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দবাদের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, ‘আবহাওয়া স্বাভাবিক থাকায় শতাধিক পর্যটক দ্বীপে বেড়াতে যায়। সেখানে আটকা পড়া পর্যটকদের নিয়ে ফিরে আনা হয়েছে।’

পর্যটন-এর আরও খবর