বিদায়ী বিচারকদ্বয় অভিজ্ঞতা দিয়ে বিচার বিভাগকে সমৃদ্ধ করবে : সিজেএম

  বিশেষ প্রতিনিধি    22-03-2023    157
বিদায়ী বিচারকদ্বয় অভিজ্ঞতা দিয়ে বিচার বিভাগকে সমৃদ্ধ করবে : সিজেএম

কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেছন, কক্সবাজারের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর বিদায়ী বিজ্ঞ বিচারকদ্বয় অত্যন্ত মেধাবী, অভিজ্ঞ ও বহুমুখী প্রতিভাসম্পন্ন। যা তাঁরা কর্মক্ষেত্রে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। বিচারকার্যে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কর্মতৎপতা দিয়ে বিচার বিভাগকে তাঁরা আরো সমৃদ্ধ করবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম) রাজিব কুমার বিশ্বাস এর বদলীজনিত এবং বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থেকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আবদুল্লাহ আল মামুন একথা বলেন।

মঙ্গলবার ২১ মার্চ কক্সবাজার চীফ জুডিসিয়াল আদালত ভবনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, যুগ্ম জেলা জজ পদে পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভা:) মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী, এসিজেএম আদালতের বেঞ্চ সহকারী মো: আমির হোসেন, প্রথম আদালতের বেঞ্চ সহকারী ফরিদুল আলম ফরিদ প্রমুখ।

কক্সবাজার জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর উদ্যোগে আয়োজিত উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন স্টেনোগ্রাফার এহসান উল্লাহ ও গীতা পাঠ করেন পসেস সার্ভার পলাশ কান্তি দাশ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন, কুতুবদিয়া চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাঈদীন নাঁহী, সিজেএম আদালতের স্টেনোগ্রাফার নেছারুল হক, প্রধান তুলনাকারক গোলাম সরওয়ার, রেকর্ড কিপার নুরুল আমিন, রেকর্ড সহকারী আরিফুল ইসলাম চৌধুরী সহ কক্সবাজার জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর সর্বস্থরের স্টাফগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সিজেএম আবদুল্লাহ আল মামুন বিদায়ী অতিথি বিজ্ঞ বিচারকদ্বয়ের উত্তরোত্তর আরো সাফল্য কামনা করেন। সংবর্ধিত বিদায়ী বিচারকদ্বয় তাঁদের বক্তব্যে কক্সবাজারে দায়িত্ব পালনকালে সবার আন্তরিক সহযোগিতার বিষয়টি শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিচারকদ্বয়কে বিদায় দিতে গিয়ে অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর ২ টি পৃথক প্রজ্ঞাপনে কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস-কে সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ পদে বদলী এবং কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী-কে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে নোয়াখালী জেলা জজশীপে পদায়ন করা হয়।

সারাদেশ-এর আরও খবর