আইফোন ১৪ ও ১৪ প্লাসের ঘোষণা দিল অ্যাপল

  বিশেষ প্রতিনিধি    08-09-2022    194
আইফোন ১৪ ও ১৪ প্লাসের ঘোষণা দিল অ্যাপল

বার্ষিক অনুষ্ঠানে আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস ঘোষণা দিয়েছে অ্যাপল। আইফোন ১৪ এর দাম হবে ৭৯৯ মার্কিন ডলার আর প্রো মডেলটির দাম হবে ৮৯৯ মার্কিন ডলার। এছাড়াও মার্কিন এই প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওয়াচ সিরিজ ৮, অ্যাপল ওয়াচ আলট্রা ও এয়ারপডস প্রোর ঘোষণা দিয়েছে। খবর সিএনবিসির। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, নতুন আইফোনের আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে। আইফোন ১৩ এর মতোই এর নকশা। এতে সেলফি ক্যামেরা ও ফেস আইডি সেন্সরের নচ রয়েছে। আইফোন ১৪ মডেলটিতে ৬.১ ইঞ্চি মাপের স্ক্রিন রয়েছে। ১৪ প্লাস মডেলটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি মাপের স্ক্রিন। প্লাস মডেলটিতে ব্যাটারির চার্জ থাকবে বেশি সময়। দুটি মডেলেই গত বছরের এ১৫ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে। এয়ারপডস প্রো অ্যাপলের এয়ারপডস প্রো-এর একটি নতুন মডেল ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটির সিইও টিম কুক। এই প্রযুক্তি নয়েজ-বাতিল করার সঙ্গে ওয়্যারলেস ইয়ারবাড হিসেবে কাজ করবে। ২৩ সেপ্টেম্বর থেকে এটি বাজারে আসা এটির দাম হবে ২৪৯ মার্কিন ডলার।

বিজ্ঞান ও প্রযুক্তি-এর আরও খবর