বিএনপিতে গুরুত্ব হারাচ্ছেন দলটির অন্যতম নারী নেত্রী ও সাবেক এমপি রুমিন ফারহানা। সিনিয়র নেতাদের সব কথা শুনেও কদর পাচ্ছেন না তিনি। বরং দলে তার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন শামা ওবায়েদ। ধীরে ধীরে বিএনপিতে নিজের প্রভাব বিস্তার করে চলেছেন তিনি। অন্যদিকে দলীয় সব কার্যক্রম থেকে নিজেকে যেন গুটিয়ে নিচ্ছেন রুমিন ফারহানা।
দলীয় সূত্র জানায়, ফরিদপুরের নেত্রী হয়েও কেন্দ্রীয় সব প্রোগ্রামে শামা ওবায়েদের উপস্থিতি দেখা যাচ্ছে। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ওঠা-বসার পাশাপাশি মঞ্চে মহাসচিবের আগে-পরেই বক্তব্য রাখেন তিনি। অংশ নিচ্ছেন নানা টক-শোতেও।
বিএনপি বিদেশিদের সঙ্গে যতগুলো মিটিং করছে, সবগুলোতেই উপস্থিত থাকেন শামা। নারী নেত্রী হিসেবে বিএনপিতে একক আধিপত্য বিস্তার করে চলেছেন তিনি। অথচ অভিজ্ঞ নেত্রী হয়েও দলে গুরুত্বহীন রুমিন ফারহানা।
বিএনপির এক সিনিয়র নেতা বলেন, রুমিন ফারহানার মতো অভিজ্ঞ নেত্রীকে দলের সিনিয়র নেতারা উপেক্ষা করছেন। তিনি দলের জন্য অনেক কিছু করেছেন, কখনো আপস করেননি। রুমিন ফারহানা সংসদ সদস্য পদ ছেড়েছেন, মিডিয়াতে বিএনপির হয়ে লড়াই করছেন। অথচ বিনিময়ে পেলেন সিনিয়রদের অবহেলা।
তিনি আরো বলেন, শামা ওবায়েদ দলীয় কর্মকাণ্ডে অংশ নিলেও বিএনপিতে কখনো বড় কোনো ভূমিকা রাখতে পারেননি। গত বছরের বিভাগীয় সমাবেশ থেকেই কেন্দ্রীয় নেতাদের সাহচর্যে আসেন তিনি। এরপর হঠাৎ উপরে উঠতে শুরু করেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সুসম্পর্ক রাখার প্রতিদান পাচ্ছেন শামা ওবায়েদ।
রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, যোগ্য নেতৃত্ব ও সঠিক পরিকল্পনার অভাবে বিএনপি বারবার রাজনীতির মাঠে হোঁচট খেয়েছে। দক্ষ ও যোগ্য নেতাকর্মী খুঁজে তাদের গুরুত্ব দিতে হবে, বড় পদে বসাতে হবে। অযোগ্যদের হাতে ক্ষমতা তুলে দিলে অচিরেই বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
ডেইলি-বাংলাদেশ