‘২০৩০ সালের মধ্যে দেশে নিরক্ষর মানুষ থাকবে না’

  বিশেষ প্রতিনিধি    08-09-2022    138
‘২০৩০ সালের মধ্যে দেশে নিরক্ষর মানুষ থাকবে না’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে নিরক্ষর মানুষ থাকবে না। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। নানা কার্যক্রমের মাধ্যমে দেশে সাক্ষরতা বৃদ্ধি কার্যক্রম চলমান রয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সাক্ষরতা দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আগামী বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সাক্ষরতা দিবস পালিত হবে। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার’। বুধবার (৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। সকাল ১১টায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অডিটরিয়ামে সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান অনুষ্ঠান সভাপতিত্ব করবেন। এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭৫ দশমিক ৬ শতাংশ। এখনও ২৪ দশমিক ৪ শতাংশ মানুষ সাক্ষরতার বাইরে। তাদের সাক্ষরতার আওতায় আনতে নানা ধরনের কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। দেশের ৬৪ জেলার নির্বাচিত ২৪৮টি উপজেলার ১৫ থেকে ৪৫ বয়সী ৪৪ লাখ ৬০ হাজার নিরক্ষরকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে মৌলিক সাক্ষরতা জ্ঞান দেওয়া হয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্য-এর আরও খবর