কুতুবদিয়ায় উত্তর ধূরুং ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  বিশেষ প্রতিনিধি    09-04-2023    109
কুতুবদিয়ায় উত্তর ধূরুং ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” “নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে” “ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড” এসব স্লোগানকে সামনে রেখে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের লক্ষ্যে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ এপ্রিল ) বেলা ১১টার দিকে উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

তিনি বলেন, পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, সন্ত্রাস ও জঙ্গিবাদ কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং কুতুবদিয়া উপজেলার সভাপতি রেজাউল করিম,উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিমসহ বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব প্রাপ্ত অফিসার ও জনপ্রতিনিধিগন।

সারাদেশ-এর আরও খবর