উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের স্বরাষ্ট্রমন্ত্রী

  বিশেষ প্রতিনিধি    28-08-2022    150
উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক চীনের হুঁশিয়ারি, হুঙ্কার ও দফায় দফায় সামরিক মহড়া উপেক্ষা করে তাইওয়ানে একের পর এক সফর করছেন মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্ব ও কর্মকর্তারা। সর্বশেষ মার্কিন সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন পৌঁছালে উত্তেজনা বাড়াতে সামরিক মহড়া আরো বাড়ায় চীন। কিন্তু এবার সেই উত্তেজনার মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে যাওয়ার পরিকল্পনা করছেন তাইওয়ানের স্বরাষ্ট্রমন্ত্রী চুই তাই সান। সিএনএর বরাতে তাইওয়ান নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের শুরুতে তাইওয়ানের স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র যাওয়ার পরিকল্পনা করেছেন। তিনি আগামী ৬ সেপ্টেম্বর ব্রুকিং ইনস্টিটিউশন বক্তব্য রাখবেন। নিউ আমেরিকান সিকিউরিটি এবং দ্য প্রসপেক্ট ফাউন্ডেশনের আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য রাখবেন তিনি। চুই বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য সূচি করেছেন। তিনি ন্যান্সি পেলোসির সফর ঘিরে বর্তমানে চীন ও তাইওয়ানের চলমান সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। এছাড়া তাইওয়ান ঘিরে চীনের বৃহৎ সামরিক মহড়ার বিষয় আলোচ্যসূচিতে থাকবে। ব্রুকিং ইনস্টিটিউশনে মন্ত্রীর বক্তব্যের বিষয় হবে -তাইওয়ানের গণতন্ত্রকে রক্ষা কর, তাইওয়ান প্রণালীকে নিরাপদ রাখো’। এছাড়া আঞ্চলিক বৈদেশিক সম্পর্ক নিয়ে তার সফরে বৈঠক হবে।

আন্তর্জাতিক-এর আরও খবর