রামু লেখক ফোরামের ইফতার মাহফিল ও পুষ্পকলি’র মোড়ক উন্মোচন

  বিশেষ প্রতিনিধি    19-04-2023    98
রামু লেখক ফোরামের ইফতার মাহফিল ও পুষ্পকলি’র মোড়ক উন্মোচন

আদর্শ কলম সৈনিকদের সমন্বিত প্লাটফর্ম রামু লেখক ফোরামের ১৬ তম বর্ষে পদার্পণের শুভ সন্ধিক্ষণে “মাহে রমাযানের তাৎপর্য ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও সাহিত্য সাময়িকী পুষ্পকলির ঈদুল ফিতর সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার ( ২৭ রমযান, ১৯ এপ্রিল) রামু চৌমুহনীর এক হোটেলে অনুষ্ঠিত প্রাণবন্ত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, নবীন লিখিয়ে হাফেজ মুরশেদ হোছাইন জামিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা, প্রাবন্ধিক, সমাজ ও রাজনীতি বিশ্লেষক আখতারুল আলম। প্রধান আলোচক ছিলেন, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের উপদেষ্টা, গবেষক আলেমেদ্বীন মাওলানা আ.হ. ম নুরুল কবির হিলালী। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. হোছাইন আহমদ আনছারী, লোকসাহিত্য গবেষক, কবি এম. সুলতান আহমদ মনিরী, রামু সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল হক।

শুভানুধ্যায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. নাসির উদ্দিন চৌধুরী, রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি, রামু টিভি সম্পাদক খালেদ হোসেন টাপু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রামু উপজেলা সভাপতি আনছারুল হক ভূট্টো, রামু লেখক ফোরামের সহ-সভাপতি, সাংবাদিক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি হাফেজ শওকত আলী, সাংবাদিক আব্দুল মালেক সিকদার, আরমান হোসেন, সাঈদুজ্জামান, মাষ্টার মাহবুব আলম, তরুণ প্রকৌশলী কাউছার আলম ইমু।

এছাড়াও অনুষ্ঠানে রামু লেখক ফোরাম নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, প্রচার সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন, সদস্য মাওলানা আব্দুল্লাহ হোসাইনী, নুরুল আজিজ বায়েজিদ, নবীন লিখিয়ে মাওলানা যায়নুল আবেদীন হোসাইনী, মাওলানা হাফেজ সাঈদ হোছাইন, নবীন কবি জাহাঙ্গীর হাবিব, সাহিত্যকলির সম্পাদনা সহযোগী আব্দুল্লাহ মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআনুল কারিম নাযিলের মাস মাহে রমাযানের মহান শিক্ষায় উজ্জীবিত হয়ে সত্যের পক্ষে শাণিত কলমে ক্ষুরধার লিখনী অব্যাহত রাখতে হবে। সেই সাথে যাবতীয় অনৈতিকতা, মিথ্যাচার, অপসংস্কৃতি, দূর্নীতি, জুলুম ও বঞ্চনার বিরুদ্ধে কলম চালিয়ে যেতে হবে।

বক্তারা গঠনমূলক লেখালেখি, সূস্থধারার সাহিত্য -সংস্কৃতি চর্চা ও রামুর উন্নয়নে বিভিন্ন দাবীতে ১৫ বছর ধরে রামু লেখক ফোরামের নিরবচ্ছিন্ন কর্মপ্রয়াসের প্রশংসা করেন। সেই সাথে তারা সংগঠনটির এমন আদর্শিক অভিযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে সংগঠনটি প্রতিষ্ঠার প্রাণপুরুষ, মাওলানা আব্দুচ্ছালাম কুদছী রহ. এর রুহের মাগফিরাত এবং সংগঠনের সফলতা কামনায় আল্লাহ তা’আলার দরবারে বিশেষ মুনাজাত করা হয়।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮এপ্রিল প্রতিষ্ঠিত রামু লেখক ফোরাম দেড় দশক যাবৎ দৃঢ়তার সাথে আদর্শিক পথচলা অব্যাহত রেখে ১৬ তম বর্ষে পদার্পণ করেছে আলহামদুলিল্লাহ ।

সারাদেশ-এর আরও খবর