‌ঈদগাহ্ কে‌জি স্কু‌লের তিনযুগ পূ‌র্তি ও প্রাক্তন শিক্ষার্থী‌দের পুন‌র্মিলনী উৎসব ২৬ এ‌প্রিল

  বিশেষ প্রতিনিধি    25-04-2023    123
‌ঈদগাহ্ কে‌জি স্কু‌লের তিনযুগ পূ‌র্তি ও প্রাক্তন শিক্ষার্থী‌দের পুন‌র্মিলনী উৎসব ২৬ এ‌প্রিল

# প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী নও‌ফেল।

# উদ্বোধক কক্সবাজার-০৩ আসনের সাংসদ কমল।

কক্সবাজা‌রের ঈদগাঁও`র স্বনামধন‌্য শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ্ আদর্শ শিক্ষা নিকেতন (‌কে‌জি স্কুল) তিনযুগ পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থী‌দের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হ‌চ্ছে ২৬ এপ্রিল (বুধবার)।

সোমবার স্কুল প্রাঙ্গণে পুন‌র্মিলন উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক মামুন অর রশিদ এর সভা‌প‌তি‌ত্বে এবং স‌চিব শ‌হিদুল ইসলা‌মের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সর্ব‌শেষ মিটিং সম্পন্ন হয়। মি‌টিং এ ১৯৯২ সাল থে‌কে ২০২২ সাল পর্যন্ত সকল ব‌্যা‌চের প্রতি‌নি‌ধি এবং শুভাকাঙ্ক্ষী প্রাক্তন শিক্ষার্থীরা উপ‌স্থিত ছি‌লেন।

উৎস‌বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের মাননীয় শিক্ষা উপমন্ত্রী মু‌হিবুল হাসান চৌধুরী নও‌ফেল এম‌পি। অনুষ্ঠানের উ‌দ্বোধক হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন স্থানীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। এবং ঈদগাহ্ আদর্শ শিক্ষা নি‌কেতনের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির নেতৃবৃন্দ, পার্শ্ববর্তী স্কুল সমূহের প্রধান‌ শিক্ষক, উপ‌জেলার পাঁচ ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যানবৃন্দ, উপ‌জেলার রাজ‌নৈ‌তিক, সামা‌জিক ও প্রশাস‌নিক ব‌্যা‌ক্তিবর্গ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন।

উদ্‌যাপন প‌রিষ‌দের স‌চিব শ‌হিদুল ইসলাম জানান অনুষ্টা‌নের শতভাগ পূর্ব প্রস্তু‌তি সম্পন্ন হ‌য়ে‌ছে। দেড় হাজা‌রের অ‌ধিক ডে‌লি‌গেট‌দের স‌্যু‌ভে‌নিয়র (আই‌ডি, টি শার্ট, উত্তরীয়, ম‌্যাগা‌জিন) প‌্যা‌কে‌টিং সম্পন্ন হ‌য়ে‌ছে। আপ‌্যায়ন, অভ‌্যর্থনা ও শৃঙ্খলা উপক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। স্কুল প্রাঙ্গণের সাজসজ্জার কাজ শেষ পর্যা‌য়ে। র‌্যা‌লি ও আপ‌্যায়‌নের প্রস্তু‌তি শতভাগ সম্পন্ন। ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্টা‌নের মাঠ মাতা‌তে আস‌ছে দে‌শের জন‌প্রিয় ব‌্যান্ড গ্রুপ “‌স্টোন”। আশা কর‌ছি খুব সুন্দর এক‌টি প্রোগ্রাম হ‌বে।

শিক্ষা ও স্বাস্থ্য-এর আরও খবর