কক্সবাজার পৌরসভার অবহেলিত এলাকায় উন্নয়নের আশ্বাস মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরীর

  বিশেষ প্রতিনিধি    27-04-2023    103
কক্সবাজার পৌরসভার অবহেলিত এলাকায় উন্নয়নের আশ্বাস মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরীর

আগামী ১২ই জুন কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী মাবু বিভিন্ন এলাকায় সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছেন।

২৬ এপ্রিল, বুধবার সকালে তিনি মাছ বাজার, বড় বাজার, চাউল বাজার, আচিমং পেশকার পাড়া, হাঙ্গরপাড়া, ক্যাং পাড়া, বাজারঘাটা এলাকায় রাখাইন সম্প্রদায়ের সাথে ঈদ শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন। এই সময় সর্বস্তরের রাখাইন সম্প্রদায়ের লোক ফুল ও নৌকা দিয়ে স্বাগত জানান। তারা যেন মাহবুবকে পেয়ে আনন্দে মেতে উঠেন। এই সময় তিনি রাখাইনদের বিভিন্ন মন্দিরগুলো আধুনিক মানের করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

বিকাল ৪ টায় মাহবুবুর রহমান খুরুশকুলের আশ্রয়ণ প্রকল্পে অবস্থিত ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। এই তাদের বিভিন্ন দাবী দাওয়া মাহবুবুর রমান মনযোগ সহকারে শুনেন এবং তা দ্রুত সময়ের মধ্যে সমাধান করার ঘোষণা দেন।

সন্ধ্যা ৬ টায় মাহবুবুর রহমান হরিজন পাল সম্প্রদায়ের সাথে দেখা করেন। পরে তিনি মরকাজ মসজিদে মাগরিবের নামাজ আাদায় করে গোলদিঘি পাড়, বৈদ্যঘোনা, শংকর মঠ, মহেশখালী পাড়া, ঘোনাপাড়ায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ওইসব এলাকার শত শত লোকজন মাহবুবুর রহমানকে ফুল দিয়ে বরণ করেন।

এইসময় মাহবুবুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উন্নয়নের জন্য নৌকা মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের সকলের জন্য নিরাপদ। আমি যদি নির্বাচিত হই আমি আপনাদের গোলাম হিসেবে কাজ করে যাব। ইনশাআল্লাহ।

মাহাবুবুর রহমান সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। তিনি অবহেলিত ওইসব এলাকায় উন্নয়নের আশ্বাস দেন।

এইসময় মসজিদ কমিটি , সমাজ কমিটি, রাখাইন ও হিন্দু নেতাকর্মী, সাবেক ছাত্রলীগ, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সারাদেশ-এর আরও খবর