টেকনাফে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মদ-বিয়ার উদ্ধার

  বিশেষ প্রতিনিধি    30-04-2023    98
টেকনাফে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মদ-বিয়ার উদ্ধার

টেকনাফ থানাধীন নাইটংপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৮ বোতল বিদেশী মদ ও ৪১০ ক্যান বিয়ারসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিঃ পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৫ টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানাধীন পৌরসভার ১নং ওয়ার্ড নাইটংপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্যসহ অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ এর আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সিএনজি চালিত অটোরিকশাসহ দ্রুত কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক দল কর্তৃক দুইজন মাদক ব্যবসায়ী ধৃত হয় এবং গাড়িটি কক্সবাজার-থ-রেজিঃ নং (১১-৭৬৬০) জব্দ করা হয়।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও সিএনজি তল্লাশী করে গাড়ির পিছনের সিটে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় প্লাস্টিকের বস্তা থেকে সর্বমোট ৬৮ বোতল বিদেশী মদ ও ৪১০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদের পরিচয় টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ড কেকে পাড়ার মৃত রবিউল আলমের ছেলে মোহাম্মদ আমীন (৩৫) ও মোচনি ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এমসি নং-২৯৯৯৭৫, ব্লক-ই-১ এর বাসিন্দা মৃত অলি হোসেনের ছেলো মোঃ রহিম (২৫) বলে জানা যায়।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ধৃত ব্যক্তিদের পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ উল্লেখিত মাদকদ্রব্য বিদেশী মদ ও বিয়ার অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে টেকনাফ ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। অদ্য উপরোল্লিখিত বিদেশী মদ ও বিয়ার ক্যানসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর