বাজারে গিয়ে সাধারণ মানুষ কাঁদছে: শিল্প প্রতিমন্ত্রী

  বিশেষ প্রতিনিধি    12-05-2023    91
বাজারে গিয়ে সাধারণ মানুষ কাঁদছে: শিল্প প্রতিমন্ত্রী

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, ‘সাধারণ মানুষ বাজারে গিয়ে কাঁদছে। পণ্যের দাম বেশি, কেনার মতো তাদের টাকা নেই, অথচ বাজারে পণ্যের অভাবও নেই। কিছু লোক সিন্ডিকেট করে বাজারে দাম বাড়িয়ে লুটপাট করছে। তাদের চিহ্নিত করতে হবে। এই সিন্ডিকেট চিহ্নিত করে ভাঙতে না পারলে আমাদের মতো লোকজনের মন্ত্রী থাকার দরকার নেই।’

গতকাল বৃহস্পতিবার রাজধানীর পল্টনে ‘কভিড-১৯-পরবর্তী পরিস্থিতিতে এসএমই খাতের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের নিয়ে তাঁদের নিজস্ব কার্যালয়ে এই কর্মশালা হয়। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মফিজুর রহমান, ইআরএফ সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা, সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

শিল্প প্রতিমন্ত্রী আরো বলেন, ‘দেশে পণ্যের উৎপাদন বেড়েছে। কোনো পণ্যের অভাব নেই। কিন্তু বাজারগুলো কিছু সিন্ডিকেটের দখলে চলে যাওয়ায় সাধারণ মানুষ ঠিকমতো বাজার করতে পারছে না। বাজারে গিয়ে মানুষ কাঁদছে। পণ্যের দাম বেশি, কেনার মতো তাদের টাকা নেই। আমাদের দেশ সবদিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরও বাজারে সব কিছুর দাম বেশি। শুধু বাজার সিন্ডিকেটের কারণে এটা হচ্ছে।’

তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু করতে এক লাখ টাকার ঋণের সুবিধা রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এক লাখ টাকায় কোনো ব্যবসা করা যায় না। এই খাতে বাজেট বাড়ানো প্রয়োজন। -কালেরকন্ঠ

সারাদেশ-এর আরও খবর