কক্সবাজারে ৮ নম্বর মহাবিপদ সংকেত, রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত

  বিশেষ প্রতিনিধি    12-05-2023    85
কক্সবাজারে ৮ নম্বর মহাবিপদ সংকেত, রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত

কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোঃ মনোয়ার হোসেন স্বাক্ষরিত আবহাওয়ার ১২ নম্বর বিশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় ‘মোখা’ শুক্রবার ১২ মে সন্ধ্যা ৬ টায় কক্সবাজার থেকে বঙ্গোপসাগরের ৮৯০ কি: মি: দক্ষিণে এবং চট্টগ্রাম থেকে ৯৩০ কি: মি: দক্ষিণে অবস্থান করছিল বলে উল্লেখ করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘মোখা’ এর প্রভাবে কক্সবাজার ও চট্টগ্রামের উপকূলীয় এলাকা সামুদ্রিক জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১২ ফুট উচ্চতা বাড়ার আশংকা রয়েছে।

এদিকে, আগামী ১৪ মে রোববার অনুষ্ঠিতব্য সারাদেশের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার ১২ মে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত করার কথা জানানো হয়।

সারাদেশ-এর আরও খবর