ঘূর্ণিঝড় মোখার গতিপথ পরিবর্তনে মন্ত্র পড়েছে মিয়ানমার

  বিশেষ প্রতিনিধি    13-05-2023    102
ঘূর্ণিঝড় মোখার গতিপথ পরিবর্তনে মন্ত্র পড়েছে মিয়ানমার

ঘূর্ণিঝড় মোখার গতিপথ পরিবর্তনের জন্য মিয়ানমারের জান্তা কর্মকর্তারা ‘ড্রাগনকে খাওয়ানোর’ পূজা-অর্চনা করেছেন। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, জান্তাপন্থী বৌদ্ধ সন্ন্যাসী ইউ পাওয়ার থেইকদি (ওরফে অং জায়ে সায়াদাউ), আয়ারওয়াদি অঞ্চলের মুখ্যমন্ত্রী উ টিন মং উইন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কি খাইং এবং পামাওয়াদ্দি নৌঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল টিন মাউং থানের এই পূজা-অর্চনায় যোগ দেন। আইয়ারওয়াদি অঞ্চলের পাথেইন শহরতলির কেপ নেগ্রাইসে (মাওয়াতিনজুন) এটি অনুষ্ঠিত হয়।

যেদিক দিয়ে ঝড়টি বয়ে যাওয়ার কথা সেদিকে আঙ্গুল তাক করে সন্ন্যাসীএবং জান্তা কর্মকর্তারা ৩৭ বার মন্ত্র পাঠ করেন।

ইরাবতি বলেছে, তাদের অযৌক্তিক উদ্যোগ ব্যর্থ হয়েছে। কারণ গ্লোবাল ডিজাস্টার অ্যালার্ট অ্যান্ড কো-অর্ডিনেশন সিস্টেম গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় মোখার জন্য লাল সতর্কতা জারি করেছে। একইসঙ্গে জানানো হয়েছে, রাখাইন রাজ্য, ম্যাগওয়ে এবং সাগাইং অঞ্চলের ২০ লাখের বেশি মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে।

আন্তর্জাতিক-এর আরও খবর