ঘূর্নিঝড় মোখা জীবন বাজি রেখে মাঠে থাকবে পুলিশ- ওসি মিজানুর রহমান

  বিশেষ প্রতিনিধি    13-05-2023    78
ঘূর্নিঝড় মোখা জীবন বাজি রেখে মাঠে থাকবে পুলিশ- ওসি মিজানুর রহমান

তিন দশক আগের ভয়ঙ্কর স্মৃতি মনে করিয়ে দিয়ে কক্সবাজার উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা; জারি করা হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। এ খবরে জনসাধারণকে সকর্ত করতে ছুটে চলেছেন কক্সবাজারের কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। এসময় তিনি বলেন, দ্বীপে জীবন বাজি রেখে মাঠে থাকবে পুলিশ। থানার সকল সদস্য ইতিমধ্যেই মাঠে রয়েছে ও যেকোনো-পরিস্থিতিতে জনগণের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন।

শনিবার (১৩ মে) সকাল থেকে প্রতিটি সাইক্লোন সেন্টার পরিদর্শন এবং জনসাধারণকে সকর্ত করতে নিজেই মাইকিং করে প্রচারণা করতে দেখা যায়।

এতে,কমিউনিটি পুলিশিং কুতুবদিয়া উপজেলার সাধারণ সম্পাদক কাইছার সিকদার , এসআই সুজন দাশের নেতৃত্বে একটি টিম উপস্থিত ছিলেন।

অন্যদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ‘ঘূর্ণিঝড় মোখার’ প্রভাবে ক্ষয়-ক্ষতি কমাতে ও জানমাল রক্ষায় জনসচেতনা বৃদ্ধি, মনিটরিং শেল গঠন, দায়িত্ব পালনে সব কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি সংস্থার স্বাস্থ্য বিভাগসহ সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ছয় ইউনিয়নে ৯১টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। এরই মধ্যে পাঁচ টন চাউল ও দেড় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া, জেলা পরিষদের পক্ষ থেকে শুকনো খাবার বরাদ্দ পাঠানো হয়েছে।

সারাদেশ-এর আরও খবর