থাইল্যান্ডের নির্বাচনি ব্যবস্থা কেমন?

  বিশেষ প্রতিনিধি    15-05-2023    86
থাইল্যান্ডের নির্বাচনি ব্যবস্থা কেমন?

রোববারের নির্বাচনে থাইল্যান্ডের ৭ কোটি ১০ লাখ নাগরিকের মধ্যে ভোটার সংখ্যা প্রায় ৫ কোটি ২০ লাখ। প্রতিনিধিদের জন্য মোট আসন বরাদ্দ রয়েছে ৫০০টি। এর মধ্যে ৪০০ আসনের প্রতিনিধি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে। বাকি ১০০টি আসন আনুপাতিক প্রতিনিধিত্ব হারে বরাদ্দ করা হয়। ভোটদানের সময় ভোটারদের দুটি ব্যালট দেওয়া হবে। একটি তাদের স্থানীয় নির্বাচনি এলাকার জন্য এবং অন্যটি জাতীয় পর্যায়ের পছন্দের প্রতিনিধির জন্য।

যেভাবে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়

নিজ দল থেকে প্রধানমন্ত্রী মনোনয়নে ভোট দিতে নিম্নকক্ষে ২৫টি আসন পেতে হবে দলগুলোকে। জরিপ বলছে, ৫০০ আসনের মধ্যে ২২০-২৪০টি আসন পেতে পারে ফেউ থাই পার্টি। আর এমএফপি পেতে পারে ৭০ থেকে ১০০টি আসন। দুই দল একসঙ্গে কাজ করার ইচ্ছার ইঙ্গিতও দিয়েছে। একসঙ্গে কাজ করলেই সরকার গঠনে উপযুক্ত হতে পারে দলগুলো। কারণ সামরিক-খসড়া সংবিধান একটি অনির্বাচিত ২৫০ সদস্যের সিনেটকে প্রধানমন্ত্রী নিয়োগে ভোটে অংশ নেওয়ার অনুমতি দেয়। তাই প্রার্থীদের শীর্ষ পদ পেতে হলে অর্ধেকেরও বেশি সমন্বিত হাউজের সমর্থন বা ৩৭৬ আসনে জিততে হবে।

অতএব, বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে হতাশাজনক অবস্থান সত্ত্বেও প্রধানমন্ত্রী হিসাবে প্রয়ুথ চান-ও-চা’র ফিরে আসার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। রাজনীতিবিদ ও অবসরপ্রাপ্ত সেনা এই কর্মকর্তা ২০১৪ সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। একই সিনেট ২০১৯ সালে সর্বসম্মতভাবে ১৯ দলীয় জোটের প্রধান হিসাবে প্রয়ুথকে নির্বাচিত করেছিল। সে কারণে ছোট দলগুলোর দিকেও নজর রাখবে অনেকেই। ছোট দলগুলোর মধ্যে রয়েছে প্রয়ুথের ডেপুটি প্রবিত ওংসুওয়ানের নেতৃত্বে দ্যা পালং প্রচরত পার্টি (পিপলস স্টেট পাওয়ার পার্টি), উত্তর-পূর্ব থাইল্যান্ডে শক্তিশালী আঞ্চলিক সমর্থনপ্রাপ্ত ভুমজাইথাই পার্টি (থাই প্রাইড পার্টি)।

যেভাবে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়

প্রধানমন্ত্রীকে নিম্নকক্ষ এবং সেনেটের যৌথ ভোটে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত করা হয়। যেসব দল কমপক্ষে ২৫টি আসনে জয়ী হয়েছে তারা প্রধানমন্ত্রীকে মনোনয়ন করতে যোগ্য হবে। সর্বাধিক তিনজন প্রার্থীর নাম দিতে পারবে। এছাড়া সামরিক সরকার দ্বারা নিযুক্ত ২৫০ জন সদস্য প্রধানমন্ত্রী মনোনয়নে ভোট দিতে পারবেন।

আন্তর্জাতিক-এর আরও খবর