এড. জহিরুল ইসলাম’র ৩য় মৃত্যুবার্ষিকী আজ

  বিশেষ প্রতিনিধি    18-05-2023    82
এড. জহিরুল ইসলাম’র ৩য় মৃত্যুবার্ষিকী আজ

সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, প্রবীন রাজনীতিবিদ, সাবেক গভর্নর অ্যাডভোকেট জহিরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার ১৮ মে। ২০২০ সালের এদিনে বর্ষীয়ান এ রাজনীতিবিদ চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে ইন্তেকাল করেন।

বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম গণপরিষদের সদস্য, তৎকালীন কক্সবাজার মহকুমার গর্ভনর, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সফল সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি, গণফোরাম’র প্রতিষ্ঠাকালীন প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য ছিলেন।

কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি’র দায়িত্বও দীর্ঘদিন সফলতার সাথে পালন করছেন মানবিক মানুষ অ্যাডভোকেট জহিরুল ইসলাম।

মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সুপ্রিম কোর্টের স্বনামধন্য আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম।জ্ঞানী হলেও তিনি সবার সাথে বিনম্র ও অমায়িক আচরণ করতেন।

২০২০ সালের ১৮ মে মাগরিবের নামাজের পর চট্টগ্রাম নাসিরাবাদ হাউজিং সোসাইটির জামে মসজিদ মাঠে মরহুম অ্যাডভোকেট জহিরুল ইসলামের প্রথম নামাজে জানাজা এবং পরদিন ১৯ মে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে জুহুরের নামাজের পর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।কক্সবাজারে জানাজার আগে জেলা পুলিশের একটি চৌকস দল মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট জহিরুল ইসলামের কফিনকে লাল সবুজের পতাকায় ঢেকে দিয়ে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করেন। নামাজে জানাজা শেষে মরহুম অ্যাডভোকেট জহিরুল ইসলাম এর বাসভবনের একটু দক্ষিণ পূর্বে কক্সবাজার শহরের বইল্ল্যা পাড়া কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

কক্সবাজার শহরের বায়তুশ শরফ সড়কের বাসিন্দা অ্যাডভোকেট জহিরুল ইসলামের আদিনিবাস পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে। মরহুম আলহাজ্ব আশরাফ মিয়া ও মরহুমা খুইল্ল্যা বিবির পুত্র অ্যাডভোকেট জহিরুল ইসলাম। মৃত্যুকালে স্ত্রী ফরিদা বেগম, ৩ পুত্র যথাক্রমে বিশিষ্ট ব্যাংকার জাহেদুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ রাশেদুল ইসলাম, তরুন ব্যবসায়ী জাবেদুল ইসলাম এবং ৩ কন্যা যথাক্রমে অস্ট্রেলিয়া প্রবাসী শাহানা ইসলাম, সাবিনা ইসলাম ও শাবানা ইসলাম সহ অনেক আত্মীয় স্বজন, গুণগ্রাহী, অনুসারী ও শুভাকাঙ্ক্ষী রেখে যান তিনি।

কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনের এই বটবৃক্ষের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বাসভবনে খতমে কোরআন, দোয়া মাহফিল, কবর জেয়ারতের আয়োজন করা হয়েছে বলে জানান-মরহুমের জ্যেষ্ঠ সন্তান বিশিষ্ট ব্যাংকার জাহেদুল ইসলাম।

মরহুমের দ্বিতীয় পুত্র তরুণ রাজনীতিবিদ রাশেদুল ইসলাম তাঁর গর্বিত পিতা এ অঞ্চলের রাজনীতি ও আইনঙ্গনের অতি পরিচিত মুখ মরহুম অ্যাডভোকেট জহিরুল ইসলাম’কে আল্লাতায়লা যাতে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করে নেন, সেজন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

সারাদেশ-এর আরও খবর