জাতীয় শিক্ষা সপ্তাহে নির্বাচিত শ্রেষ্ঠদের কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন

  বিশেষ প্রতিনিধি    22-05-2023    64
জাতীয় শিক্ষা সপ্তাহে নির্বাচিত শ্রেষ্ঠদের কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন

সারা দেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ -২৩ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ক্যাটাগরিতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জহিরুল ইসলাম, মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান নির্বাচিত হয়েছেন আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসার সুপার মো. জহিরুল ইসলাম ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান নির্বাচিত হয়েছেন কুতুবদিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোতাহারা বেগম।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চগ্যা এবং সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিম শরীফ স্বাক্ষরিত মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের একটি প্রজ্ঞাপন সূত্রে এতথ্য জানা গেছে।

এদিকে, জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ ২৬টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রশংসার পঞ্চমুখে পরিনত হয়েছেন।এদের মধ্যে কুতুবদিয়া উপজেলার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বদরুল আনাম মুবিন ও শ্রেষ্ট শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন কাইসার আলম।

এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ক্যাটাগরীতে জেলা পর্যায়ে শ্রেষ্ট উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন কুতুবদিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিম শরীফ। রোববার (২১মে) কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মুহাম্মদ শাহিন ইমরানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা শ্রেষ্ট শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছে। তাই কুতুবদিয়া উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকগণ অভিনন্দন জানিয়েছেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠদের নামের তালিকা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণের কথা উল্লেখ করা হয়েছে।

এই প্রজ্ঞাপনে আরোও জানা যায়, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ, শ্রেষ্ঠ গালর্স গাইড, শ্রেষ্ঠ গালর্স গাইড গ্রুপ, শ্রেষ্ঠ রোভার, শ্রেষ্ঠ রেঞ্জার, শ্রেষ্ঠ বিএনসিসি ক্যাডেট, শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ, শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ট গার্লস গাইড শিক্ষক, শ্রেষ্ঠ রোভার শিক্ষক, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য যে , শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শ্রেণি নির্বাচনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, সৃজনশীল দক্ষতা, প্রশাসনিক দক্ষতা, শৃঙ্খলাবোধ, মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি, পেশাগত গবেষনামূলক সৃজনশীল প্রকাশনা, পত্রিকায় সৃজনশীল প্রকাশনা, সৃজনশীল উদ্যোগ, শ্রেণি কক্ষে পাঠদানে নিয়মানুবর্তিতা সহ আরোও বিভিন্ন গুণাবলীর ভিত্তিতে নির্বাচন করা হয়।

অন্যদিকে মানুষ গড়ার কারিগর এই শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নিবার্চিত হওয়ায় শুভেচ্ছাসহ অভিনন্দন জানান, কুতুবদিয়া সহ বিভিন্ন এলাকার রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিক, সকল স্তরের ও পরিবারের নেতৃবৃন্দরা।

কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাব পরিবারের পক্ষে নির্বাচিত শ্রেষ্টদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান- সভাপতি লিটন কুতুবী ও সাধারণ সম্পাদক মো. শাহাদত হোছাইন।

সারাদেশ-এর আরও খবর