৭১’র মতো বাংলাদেশের আন্দোলন পৃথিবী সমর্থন করছে : মির্জা ফখরুল

  বিশেষ প্রতিনিধি    30-06-2023    54

এখন ৭১’র মতই বাংলাদেশের আন্দোলনকে সারা পৃথিবী সমর্থন করছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩০ জুন) দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এখন আন্তর্জাতিক বিশ্ব বলা শুরু করেছে, বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকার দরকার। যে সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে। এ কারণে আন্দোলন হচ্ছে, আন্দোলন প্রতিদিন তীব্র থেকে তীব্র হচ্ছে বলেই সারা পৃথিবী জনগণ এই আন্দোলনকে সমর্থন করছে। ঠিক যেভাবে ৭১ সালে বাংলাদের আন্দোলনকে সারা পৃথিবী সমর্থন করেছিল, একইভাবে সারা পৃথিবী আজকে বাংলাদেশের আন্দোলনকে সমর্থন করছে।

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈইমুর রহমান, সহ-সভপতি নুর শাহাদাত সজল, সাধারণ সম্পাদক ফয়সল আমিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ClicktoSoft

সারাদেশ-এর আরও খবর