র‌্যাব-১২’র বিশেষ অভিযানে ১৭৪০ পিচ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

  বিশেষ প্রতিনিধি    04-07-2023    51

গতকাল (০৩ জুলাই রোজ সোমবার) র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক পিপিএম মোঃ মারুফ হোসেনের দিকনির্দেশনায় সন্ধ্যা ০৬.৪০ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানির একটি চৌকস অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন পাঙ্গাসী গ্রামের কবরস্থানের উত্তর দিকে জনৈক ময়েজ আলী শেখের বাড়ির উত্তর পার্শ্বের ফাঁকা জায়গায় পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১,৭৪০ পিচ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল এবং নগদ ৪,৪০০ টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামি মোসাঃ রিনা বেগম (৪৫) স্বামী- মোঃ ইনসাফ আলী, সাং-পুরান শৈলাবাড়ী, থানা- সদর, জেলা-সিরাজগঞ্জ ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,নারী আসামি দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতে উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ClicktoSoft

সারাদেশ-এর আরও খবর